রাতে ঘুমোতে পারছেন না! অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শুনবেন প্রধান বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ রাতে ঘুমোতে পারছেন না। এই অভিযোগ তুলে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টের (Calcutta High court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। শান্তি নেই। রাতে ঘুমানো যাচ্ছে না। এই অভিযোগ তুলে মুর্শিদাবাদের (Murshidabad) শমসেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের কয়েক জন আদালতে মামলা ঠুকেছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।

ঘটনাটা কী? ১৯৬৪ সালে ফরাক্কায় ব্যারেজ তৈরির প্রকল্পের জন্য মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ভাসাইপাইকর গ্রামের এলাকায় অনেক জমি অধিগ্রহণ করা হয়। মুর্শিদাবাদের মহব্বতপুর গ্রামের লোকেরাও নিজেদের জমি হারান। তবে সরকার তাদের সকলকে সাত ডেসিমেল করে জায়গা দেয়। জমিহারারা সকলেই এই জমি পান সরকার তরফে।

হাইকোর্টে অভিযোগকারীদের বক্তব্য, সরকার বাড়ি বানানোর জন্য জমি দিলেও এক জন সেখানে বাড়ি না বানিয়ে কিছুদিন আগে এক স্টিলের বাসন তৈরির কারখানা তৈরি করেছেন। যার জেরে রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। স্টিল কারখানা থেকে রাতের দিকে মারাত্মক শব্দ আসছে। সেই কারণে অনেকেই ঘুমোতে পারছেন না ঠিক মতো।

মামলাকারীদের আরও অভিযোগ, রোজ রোজ ঘুম না হওয়ার কারণে বাসিন্দাদের জীবনে শান্তি নষ্ট হয়েছে। পাশাপাশি এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে ওই কারখানার কারণে। এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করেছেন জিয়াউল শেখ-সহ পাঁচ এলাকাবাসী।

তাদের দাবি, ইতিমধ্যেই এই রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে তারা জানিয়েছেন। জেলাশাসক, জেলা পুলিশের কাছে বারংবার অভিযোগ জানানো হয়। তবে কোনো কিছুতেই কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা হাই কোর্টে মামলা করেছেন। আদালত যাতে পুলিশকে নির্দেশ ওই জায়গা থেকে বাসন কারখানা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সেই আর্জি নিয়েই তারা হাইকোর্টে গিয়েছেন।

High Court

আরও পড়ুন: আজ ফের অস্বস্তি দক্ষিণবঙ্গে! বৃষ্টি শুধুমাত্র এই ৫ জেলায়: আবহাওয়ার খবর

জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এবার কলকাতা হাইকোর্ট কী রায় দেয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর