বাংলাহান্ট ডেস্ক: কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আইনি লড়াই শুরু হল। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) SIR নিয়ে মামলা দায়ের
মামলাকারীর যুক্তি, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নির্ধারিত। তার আগে কেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার যথার্থতা নিয়ে সন্দেহ আছে এবং প্রয়োজনে এই পুরো কার্যক্রম আদালতের (Calcutta High Court) নজরদারিতে হওয়া উচিত। সঙ্গে তিনি চাইছেন, নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করুক।
আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায় থেকে অভিষেক! প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিল মামলায় বিরাট মোড়, কি নির্দেশ হাইকোর্টের?
গত সোমবারই রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ব্লক-লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন এবং সংশোধনের প্রক্রিয়া চালাবেন। এর আগে বিহারে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কমিশনের তথ্য অনুসারে, এসআইআর শেষে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় ৩০ লক্ষ নাম বাদ পড়েছে। নভেম্বর মাসেই বিহারে নির্বাচন হওয়ার কথা। এবার বাংলাতেও সেই SIR ঘোষণা হতেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের আইনজীবীর।
এই প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল টানাপোড়েন। শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, এসআইআর-এর নামে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি তাদের। তৃণমূলের বক্তব্য, যাতে কোনও প্রকৃত নাগরিকের ভোটাধিকার না কেড়ে নেওয়া হয়, তা নিশ্চিত করা জরুরি। সেই নিয়েই দৃষ্টি আকর্ষণ করে আদালতে (Calcutta High Court) মামলা দায়ের করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং আগামী সপ্তাহেই তার শুনানিও রয়েছে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের রেজাল্ট আজই, এক ক্লিকে দেখে নিন ফলাফল অনলাইন লিঙ্কে
অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, এসআইআর গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। তাদের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে মৃত ভোটার, একাধিক জায়গায় যাদের নাম রয়েছে, এমন ভোটার ও অনুপ্রবেশকারীদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। বিজেপির দাবি, কোনও প্রকৃত ভোটারের নাম বাদ পড়বে না এবং তৃণমূল অযথা আতঙ্ক ছড়াচ্ছে (Calcutta High Court)।
এসআইআর নিয়ে এই রাজনৈতিক বিতর্ক নতুন নয়, তবে হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হওয়ায় বিষয়টি যে আরও গুরুত্বসহকারে বিচারাধীন হবে, তা স্পষ্ট। আদালত কী রায় দেয়, তা এখন রাজ্যের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের নজরে।













