মৎস্যজীবীদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা বাংলাদেশি জলদস্যু জনাবকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে পুলিশের জালে বাংলাদেশি (Bangladesh) জলদস্যুর প্রধান জনাব বাইন। বহুদিন ধরে নাম গোপন করে ভারতেই লুকিয়েছিল জনাব। ভারত থেকেই চালাত তাঁর অপহরণের অভিযান। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ বসিরহাটের ধলতিথা গ্রাম থেকে গ্রেফতার করে এই কুখ্যাত বাংলাদেশি জলদস্যুকে।

মিডিয়া রিপর্ট অনুযায়ী, জনাব বাইন ভারতের কয়েকজন সাগরেদকে নিয়ে জনাব বাহিনী নামে একটি গ্যাং তৈরি করেছিল। এই বাহিনীর প্রধান কাজ ছিল সুন্দরবোন এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের আটকে রেখে তাঁদের পরিবারের কাছ থেকে মুক্তিপন চাইত।

   

মাস দুয়েক আগে এই লকডাউনের মধ্যে কালিন্দী নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নৌকা আটকে রেখে তাঁদের পরিবারের কাছ থেকে সাত লক্ষ টাকা আদায় করে এই কুখ্যাত জনাব বাহিনী। মুক্তিপনের টাকা পেয়ে ভারতে এসে আশ্রয় নেয় জনাব বাহিনীর দুষ্কৃতীরা। বাংলাদেশ পুলিশ এই ব্যাপারে বসিরহাট থানাকে অবগত করায়। আর তখন থেকেই বসিরহাট থাকা জনাব আর তাঁর বাহিনীকে খুঁজে বেরাচ্ছে।

1 61

বসিরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করে। আর তাঁদের জেরা করেই জানা যায় যে, জনাব বাহিনীর জনাব বসিরহাটেই গা ঢাকা দিয়ে আছে। এরপর থেকে পুলিশের অভিযান আরও দ্রুত হয়ে যায়। নাম ভাঁড়িয়ে লুকিয়ে থাকার জন্য খুঁজতে সমস্যা হলেও হাল ছাড়েনি পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পাওয়া মাত্র অভিযান চালায় পুলিশ। আর এই অভিযান সফল হয় জনাবকে গ্রেফতার করে। আপাতত জনাব বাহিনীর বাকি সদস্যদেরও খুঁজছে বসিরহাট থানার পুলিশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর