লাইভ ম্যাচ চলাকালীন বোলারকে চুম্বন অধিনায়কের, ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে চর্চা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে একদিকে চলছে অ্যাশেজ অপরদিকে বিগ ব্যাশ লিগ খেলা হচ্ছে। তাই এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটের মোহে আচ্ছন্ন গোটা বিশ্ব। খেলার মাঠে এমন কিছু ঘটনা মাঝেমধ্যেই ঘটে যা খেলার থেকে দর্শকদের নজর বা মনোযোগ কেড়ে নেয়। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচে একটি ঘটনা সবার নজর কেড়েছে। অনন্য ভঙ্গিতে বোলারকে চুমু খেয়ে সবাইকে চমকে দিয়েছেন অধিনায়ক পিটার সিডল।

বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্সরা মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্সের। প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্ট্রাইকার্সের দল ১৪৭ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে সিডনি দলের শুরুটা হয়েছিল খুবই বাজে। অ্যাডিলেডের অধিনায়ক পিটার সিডল প্রথম ওভারটি বোলার ড্যানিয়েল ওয়ারালকে দিয়ে করান। এরপরে পিটার সিডলকে ড্যানিয়েলের গালে চুমু খেতে দেখা গেছে। তার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

লাইভ ম্যাচ চলাকালীনই পিটার সিডল তার দলের ড্যানিয়েল ওরেলকে চুম্বন করেছিলেন, তারপরে দুজনকেই মজা করতেও দেখা গেছে। তাদের ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা এই ভিডিওটি খুব পছন্দ করছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন যে অধিনায়ক তার বোলারকে অনুপ্রাণিত করতে এটি করছেন। একই সঙ্গে আরেকজন লিখেছেন, এটা অন্যরকম ভালোবাসা।

অ্যাডিলেডের অধিনায়ক পিটার সিডল উইকেট নিতে পারেননি, ড্যানিয়েল ওরেলও কোনো সাফল্য পাননি। দুই বোলারই বেদম মার খেয়েছেন সিডনির ব্যাটারদের কাছে। যা দলের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে অ্যাডিলেডের দল ১৪৭ রান করে। ৬ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে সিডনি দল। অ্যাডিলেড দলের হয়ে রশিদ খান নিয়েছেন ৩ উইকেট। সিডনির হয়ে শেষ ওভারগুলোতে ঝড়ো ইনিংস খেলেন সিল্ক, ২৪ বলে ৫ চারের সাহায্যে করেন ৩৬ রান।

 

সম্পর্কিত খবর

X