‘বনি মাঝে পড়ে যায়’, কৌশানির এই স্বভাবটাই ঘোর অপছন্দের হবু শাশুড়িমার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দীর্ঘদিন টলিউড ইন্ডাস্ট্রিতে থাকলেও ইদানিং অন্য রকম ভাবে দর্শক খুঁজে পেয়েছে কৌশানির অভিনয় সত্ত্বা। ভিন্ন ধরণের চরিত্রে বারংবার নজর কেড়ে নিচ্ছেন তিনি। ১৭ ই মে অভিনেত্রীর জন্মদিন। প্রতি বছরই বেশ ধুমধাম করে এই দিনটা সেলিব্রেট করে থাকেন তিনি। কৌশানির (Koushani Mukherjee) কথায়, দুর্গাপুজোর মতো করে উদযাপন করেন তিনি নিজের জন্মদিন। বন্ধুবান্ধব, প্রেমিক বনি তো রয়েছেনই, হবু শাশুড়িমা পিয়া সেনগুপ্তও এদিন বিশেষ আয়োজন করেন কৌশানির জন্য।

কৌশানির (Koushani Mukherjee) সঙ্গে মিল রয়েছে পিয়ার

সংবাদ মাধ্যমকে পিয়া জানান, কৌশানির (Koushani Mukherjee) জন্মদিনের মেনুতে এলাহি আয়োজন হয়েছে। চিংড়ি থেকে পাঁঠার মাংস, অভিনেত্রীর পছন্দ মতোই সবকিছু রান্না হয়েছে। পিয়া বলেন, কৌশানিকে আদর যত্নে রাখার চেষ্টা করেন তাঁরা। তিনি তাঁদের জন্য এতকিছু করেন যে তাঁর জন্মদিন এলে কী করবেন না করবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান পিয়া। কৌশানি (Koushani Mukherjee) কী করলে খুশি হবেন তা নিয়েই চিন্তায় থাকেন তিনি।

Piya Sengupta dose not like Koushani Mukherjee this habit

একটা বিষয়ই পছন্দ নয়: হবু বৌমা শাশুড়ির মধ্যে বেশ বন্ধুত্ব। তবে কৌশানির সঙ্গে একটি বিষয়েই খুব মিল রয়েছে পিয়ার। অথচ সেটাই নাকি একেবারে পছন্দ নয় বনির মায়ের। ব্যাপারটা কী? পিয়া বলেন, কৌশানি (Koushani Mukherjee) খুবই মিশুকে। কিন্তু মাঝেমধ্যেই তাঁর মাথা গরম হয়ে যায়। সেটা একটু কমালে ভালো হয় বলে মন্তব্য করেন তিনি।

আর পড়ুন : আইনজীবীদের চটানোর অভিযোগ, এই মহিলা বিচারপতির বিদায় সংবর্ধনা বয়কট বার অ্যাসোসিয়েশনের, জানেন পরিচয়?

জন্মদিনে কী উপহার দেন কৌশানিকে: পিয়া আরো বলেন, “আমাদের মা মেয়ের মধ্যে দারুণ মিল। রাগ হলে দুজনেই চেঁচিয়ে নিই। বনি মাঝে পড়ে যায়। ওর দুই প্রিয় নারীই জাঁদরেল”। পিয়া আরো জানান, কৌশানির (Koushani Mukherjee) জন্মদিনে কী দেবেন না দেবেন তা বুঝেই উঠতে পারেন না। তাই তিনি কৌশানির হাতে টাকা তুলে দেন। অভিনেত্রী নিজের পছন্দসই জিনিস কিনে নেন।

আরো পড়ুন : RG Kar কাণ্ডে ছেড়েছিলেন তৃণমূল, SSC ইস্যুতে ফের সরব জহর সরকার, বললেন, ‘৫০ বছরে এমন দুর্নীতি দেখিনি’

বনি অবশ্য নানান উপহার নিয়ে আসেন কৌশানির জন্য। সোশ্যাল মিডিয়ায় ঢালাও করে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেতা। বহুদিনের সম্পর্ক দুজনের। মাঝে বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও নিন্দুকদের মুখে ছাই দিয়ে তাঁরা বুঝিয়ে দিয়েছেন এই সম্পর্ক ভাঙার নয়। বিশেষ করে কৌশানির মায়ের মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ির সদস্যেরাই আগলে রেখেছেন তাঁকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X