বাংলার রেল বাজেট নিয়ে ধন্য ধন্য করলেন পীযূষ গোয়েল, ট্যুইটে বললেন ‘ঐতিহাসিক বরাদ্দ’

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলার (west bengal) রেল বাজেট নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল (piyush goyal)। নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘চলতি বছর পশ্চিমবঙ্গের রেলের খাতে ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে’।

সামনেই বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে অবরতীর্ণ সকল রাজনৈতিক শিবির। বাংলার মসনদ কার দখলে যাবে, সেদিকেই পাখির চোখ করে রয়েছে রাজনৈতিক দলগুলো। এই পরিস্থিতিতে বাংলার আকাশে গেরুয়া আভা ছড়িয়ে দিতে তৎপর বিজেপি শিবির। সেই মতই গুটি সাজাচ্ছে পদ্ম শিবির।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বছরের প্রথম বাজেট পেশ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘রেলের ৫৩টি প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৪৮ হাজার ২৭৫ কোটি টাকা। যার মধ্যে রয়েছে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া এবং গোমো থেকে ডানকুনি ফ্রেট করিডর নির্মাণ প্রকল্পও’।

অর্থমন্ত্রীর বাজেট পেশের পর পরই রেলমন্ত্রী পীযূষ গোয়েল ট্যুইটে লেখেন, ‘২০২১-২২ সালে পশ্চিমবঙ্গে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৬৩৬ কোটি টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ২৬% বেশি দেওয়া হয়েছে। ভারতের রেলের ইতিহাসে এই প্রথম বাংলার জন্য এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হল, যা ঐতিহাসিক। বাংলার সরকারকে এখন শুধু জমি প্রস্তুত রাখতে হবে, যাতে প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব হয়’।

নির্বাচনের পূর্বে একদিকে অর্থমন্ত্রীর বাজেট পেশ এবং তা নিয়ে রেলমন্ত্রীর ট্যুইট, সবদিক থেকে বাংলায় বিজেপির জমি শক্ত করার মরিয়া চেষ্টা বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত খবর

X