নীতীশের সঙ্গে বৈঠকের পর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভোল বদল পিকের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বার বার নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে ভোট গুরু প্রশান্ত কিশোরকে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে মুখ খোলার জন্য প্রশান্ত কিশোরকে তাঁর দল অর্থাত্ জনতা পার্টি দলের তরফে ডেকে পাঠানো হয়েছিল। তবে শোকজ করার পর আবার প্রশান্ত কিশোরকে জরুরি তলব করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশের তলবের পর থেকে প্রশান্ত কিশোরের জনতা দল পার্টি থেকে বহিষ্কার হওয়ার জল্পনা ছড়িয়েছিল দেশ জুড়ে কিন্তু ভোল বদল।

নীতীশ কুমারের সঙ্গে বৈঠক হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর জানিয়েই দিলেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তাঁর কোনও সমস্যা নেই তবে এর আর সি যদি যুক্ত না করা হয়। শুধু তাই নয় জনতা দল ইউনাইটেড সহ সভাপতি প্রশান্ত কিশোরের গলায় এদিন বিরোধিতার সুর ও স্পষ্ট। তিনি এ দিন জানান নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তার মতের কোনও পরিবর্তন হবে না।

উল্লেখ্য, জনতা দল ইউনাইটেডের তরফে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল এর সমর্থন জানানোর পর টুইটারে লম্বা চওড়া মন্তব্য লিখে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছিলেন কোনও ধর্ম বা সম্প্রদায় ভিত্তিক নয় নাগরিকত্ব সংশোধনী বিল এর অধিকার সকলের জন্যই প্রযোজ্য পাশাপাশি তিনি আরও লিখেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইনে জনতা দল ইউনাইটেডের সমর্থনে তিনি হতাশ হয়েছেন

নাগরিকত্ব সংশোধনী বিল কখনও দলের সংবিধানের সঙ্গে মিল খায় না পাশাপাশি তিনি আরও লিখেছেন দলের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা গান্ধীর সিদ্ধান্ত মানেন। টুইটারে এই লম্বা চওড়া মন্তব্য করার পর তাঁকে দলের তরফেই শোকজ করা হয়েছিল। এর পরও থামেননি শুক্রবার ষোলো জন অ বিজেপি মুখ্যমন্ত্রীকে ভারতের আত্মা রক্ষার আহ্বান জানান প্রশান্ত কিশোর। সেই সময় তিনি নিজেদের অবস্থান স্পষ্ট করার অনুরোধ করেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

X