ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত্যু ঘটলো ক্লাব প্রেসিডেন্ট সহ চার ফুটবলারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল ব্রাজিলে (Brazil)। ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফিরে এলো চার বছর আগের শাপেকোয়েন্সের স্মৃতি। বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘটলো ব্রাজিলের চতুর্থ ডিভিশনের ক্লাব পালমার চার ফুটবলার সহ ক্লাব প্রেসিডেন্টের। শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ক্রীড়া ক্ষেত্রে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটি টুর্নামেন্ট খেলতে পালমার টিমের এই চার ফুটবলার এবং ক্লাব প্রেসিডেন্টের 800 কিলোমিটার দুরে গোইয়ানিয়াতে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে একটি ছোট্ট বিমানে করে তারা গোইয়ানিয়ার উদ্দেশ্যে রওনা দেন। বিমান উপস্থিত ছিলেন পাইলট, ক্লাব প্রেসিডেন্ট লুকাস মেরা এবং মার্কাস মোলিনারি, গিলরেমে নোয়ে, লুকাস প্রকসেদেস এবং রানুলে।

বিমান টেকঅফ করার পর কয়েক কিলোমিটার গিয়েই একটি জঙ্গলের মধ্যে ভেঙ্গে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বিমানে থাকা 6 জন যাত্রী। এই খবর প্রকাশ্যে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিল ক্রীড়া জগতে। ঘটনার খবর জানার পর শোক প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

2016 সালে এই ভাবেই বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল শাপেকোয়েন্সের বিমান। সেই ঘটনায় পুরো দলটাই প্রায় শেষ হয়ে গিয়েছিল।

সম্পর্কিত খবর

X