আচমকাই ভেঙে পড়ল যাত্রী বোঝাই বিমান, ঘটনাস্থলে মৃত্যু ১৬ জনের, উদ্ধার ৭

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার তাতারস্তান এলাকায় ২৩ জনকে নিয়ে যাওয়া একটি বিমান ভেঙে পড়ে (Plane Crash in russia)। এই দুর্ঘটনায় ১৬ জন ঘটনাস্থলেই মারা যান, আর ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

রাশিয়ার মিডিয়া অনুযায়ী, রাশিয়ার L-410 Turbolet বিমান তাতারস্তান গণরাজ্য থেকে আকাশে ওড়ার সময় ভেঙে পড়ে। এটি দুই ইঞ্জিনের শর্ট রেঞ্জ এয়ারক্র্যাফট ছিল। বিমানে প্যারাস্যুট জাম্প করা একটি দল ছিল।

সাম্প্রতিক বছরে রাশিয়ার বিমানগুলো নিরাপত্তা মানদণ্ডর দিক থেকে আরও ভালো হয়েছিল। তবে দুর্গম এলাকায় পুরনো বিমান থাকার কারণে মাঝেসাঝেই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে।

এর আগে একটি পুরনো বিমান অ্যান্টানভ এএন-২৬ দুর্ঘটনার শিকার হয়েছিল। ওই বিমান দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছিল। জুলাই মাসে কামচটকায় একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। সেই সময় বিমানে সওয়ার ২৮ জনের মৃত্যু ঘটেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর