আকাশে বিমান উড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন পাইলট

বাংলাহান্ট ডেস্ক: সবেমাত্র আকাশে বিমান উড়িয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ পাইলট। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মাথাব্যথা। বিমানের ভিতর অজ্ঞান হয়ে গেলেন পাইলট। তবে অজ্ঞান হওয়ার আগেই তিনি উপস্থিত বুদ্ধি দিয়ে বিমানের অটো ফ্লাইট মোড চালু করে দেন। এরপর প্রায় ৪০ মিনিট ধরে সাড়ে ৫ হাজার ফুট উচ্চতায় চলতে থাকে বিমানটি।

NINTCHDBPICT000477792761

গত এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার ঘটনাটি ঘটে। কিন্তু কতখানি স্থানীয় গণমাধ্যমগুলোতে এই খবরটির প্রতিবেদন প্রকাশ করা হয়। যদিও প্রতিবেদনে পাইলটের নাম গোপন রাখা হয়েছিল।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণরত ওই পাইলট বিমানটি নিয়ে অস্ট্রেলিয়া পোর্ট থেকে প্যারাফিন এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করেন। তারপর হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলে বিমানটির মধ্যেই অজ্ঞান হয়ে যান পাইলট।

জানা গিয়েছে নিয়ন্ত্রণকক্ষ থেকে বারবার পার্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। যোগাযোগ করতে না পেরে শেষে অন্য একটি বিমান পাঠানো হয়। বিমানটি পৌঁছলে তার জ্ঞান ফিরে পায়।

এ ঘটনার পেছনে তদন্ত করে জানা গিয়েছে, ঘটনার আগের দিন রাতে ওই পাইলটের ঘুম হয়নি। এবং পরের দিন সকালে শুধু একটি চকোবার ও এনার্জি ড্রিংকে পাইলট উড়ান দেয়। তবে আজও ঠিক কি কারণে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার তদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ৪০ মিনিট আকাশে ওড়ার পর প্লেনটি নিরাপদে অবতরণ করেন। অক্ষত ছিলেন পাইলট।

সম্পর্কিত খবর