বাংলাহান্ট ডেস্কঃ গরুর (Cow) শরীর থেকে মিলবে করোনা প্রতিষেধক (Corona antidote)। অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সাউথ ডাকোটা অঞ্চলের একটি বায়োটেক প্রতিষ্ঠানের গবেষকরা এমনই এক বিস্ময়কর তথ্য সকলের সামনে তুলে ধরল। তবে এই প্রতিষেধকের ট্রায়াল শুরু করা হবে আগামী গ্রীষ্মেই। এই প্রতিষেধক প্লাজমা থেরাপিকেও হার মানাবে।
চীনের করোনা ভাইরাস
চীনের বর্ডার এলাকা ছাড়িয়ে করোনা ভাইরাস বহু আগেই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের জালে আটকা পড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। আক্রান্তও হয়ে রয়েছেন বিরাট সংখ্যাক। প্রতিনিয়ত বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। তবে বিজ্ঞানিরাও লেগে রয়েছে তাঁদের কাজে। প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিভাবে এই রোগের হাত থেকে সমগ্র বিশ্বকে রক্ষা করা যায়।
গরুর শরীরে মিলবে করোনা ভ্যাকসিন
তবে এবার এই ভাইরাসের প্রতিষেধক পাওয়া গরুর শরীর থেকে। এমনই এক রিপোর্ট পেশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঞ্চলের একটি বায়োটেক প্রতিষ্ঠানের গবেষকরা। তারা জানান, আজ থেকে প্রায় ২০ বছর আগেই দুধ উৎপন্নকারী প্রাণীর শরীর থেকে অ্যান্টিবডি তৈরির পরীক্ষা শুরু করেছিলেন এই প্রতিষ্ঠানের বায়োথেরাপিউটিকসরা।
বাড়বে ভাইরাস বিরোধী ক্ষমতাও
এই কাজের জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে ফর্মুলা বানিয়ে গাভীর শরীরে ভাইরাসটি ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ ঘটায়। পরীক্ষাধীন গাভীগুলোর কোষে এমন ডিএনএ থাকে যা ভাইরাসগুলোর সংস্পর্শে এসে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে এই অ্যান্টিবডি মানুষের শরীরে প্রবেশ করালে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা বহুগুণ বেড়ে যায়।
গরুকেই বা কেন বেছে নেওয়া হল?
কিন্তু এই গবেষণার ক্ষেত্রে গরু কেন? অন্য কোন প্রাণী নয় কেন? এবিষয়ে তারা জানান, অন্য প্রাণীর তুলনায় গরুর শরীর বিশালাকার হওয়ায়, বেশি পরিমাণে রক্ত উৎপন্ন হয়। এই রক্ত মানুষের শরীরে প্রোটিন সমন্বয় দ্রুত গতিতে করাতে সক্ষম। এই পরীক্ষামূলক গরুর রক্তে প্রতি মিলিলিটারে মানুষের রক্তের চেয়ে দ্বিগুণ পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়। যা ভাইরাসের বিকাশে বাঁধা দেয়। এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়।