প্লাস্টিক সার্জারি করিয়ে ট্রোল হতে হলো এই বলিউড অভিনেত্রীকে

 

বাংলা hunt ডেস্ক : বুধবার মুক্তি পেয়েছে এবারের সলমনের ইদের ছবি “ভারত”।তার আগের দিন অনুষ্ঠিত হয়েছে এই ছবির তারকাখচিত প্রিমিয়ার।আর এই ছবির প্রিমিয়ারে উপস্থিত অভিনেত্রী মৌনি রায়কে দেখে চোখ কপালে উঠেছে সকলের।এ কোন মৌনি।প্ল‍্যাস্টিক সার্জারির পর নতুন লুকসে এই অভিনেত্রীকে এখন চেনা দায় হয়ে পড়েছে।

e19a0 img 20190606 wa0041

স্বাভাবিক ভাবেই পরবর্তী সময়ে সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।নেটিজেনদের খিল্লির পাত্রী হয়ে ওঠেন মৌনি।অনেকে তার সাথে তুলনা টানা শুরু করে রাখী সাওয়ান্ত এমনকি মাইকেল জ‍্যাকসনের ও।এমনকি অনেকে তার আগের ছবির সাথে বর্তমান ছবির তূলনা টেনেছেন।স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর