চীনের উপর জোর ঝটকা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশে নির্মিত হবে প্লাস্টিকের খেলনা

বাংলাহান্ট ডেস্কঃ চীনকে (China) ধাক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi) দেশে প্লাস্টিকের খেলনা (Palstic Toys) বা শিশুদের খেলনা তৈরির উদ্যোগ নিয়েছেন। এই কাজকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের বিভিন্ন মন্ত্রিপরিষদ এবং উচ্চ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেইসঙ্গে দেশে উৎপাদিত এই খেলনা বিদেশে রপ্তানির বিষয়েও আলোচনা করা হয়।

দেশীয় খেলনা রপ্তানি হবে বিদেশে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দ্যেশ্য দেশের অভ্যন্তরেই এমন নীতি এবং পরিবেশ তৈরি হবে, যাতে করে দেশের মানুষেরা এই কাজে নিজে থেকেই এগিয়ে আসে। সেইসঙ্গে প্লাস্টিকের খেলনা প্রস্তুতের পাশাপাশি এক গুচ্ছ গঠনও গড়ে তোলা যাবে। আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে ঘরোয়া কোম্পানিগুলির উৎপাদিত এই খেলনা শুধুমাত্র দেশীয় শিশুরাই নয়, বিদেশে রপ্তানির মাধ্যমে বহির্বিশ্বের শিশুদের হাতেও তুলে দেওয়া যাবে।

toy

চীনের অর্থনীতিতে জোর ধাক্কা
প্রথমে মহামারি করোনা ভাইরাস এবং পরবর্তীতে সীমান্তে চীনের সঙ্গে হওয়া সংঘর্ষের পরবর্তীতে চীনের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয়েছে ভারত। ভারতের বাজারে চীনের পণ্য বিরাট অংশ দখল করে রয়েছে। সেই অর্থনীতিতেই ধীরে ধীরে ধাক্কা দিতে শুরু করেছে ভারত সরকার।

Prime Minister Narendra Modi Angry

আমদানী কমবে চীনের থেকে
চীনা পণ্য বর্জনের পাশাপাশি দেশীয় পণ্যের উৎপাদনের উপর জোর দিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে অবতীর্ণ প্রধানমন্ত্রী মোদী। ভারতের খেলনা বাজারের প্রায় ৭০ শতাংশ সামগ্রীই চীন থেকে আমদানী করতে হয়। এবার সেই সিংহভাগ আমদানিতেই আঘাত হানতে চলেছে ভারত সরকার।

অন্তুর্ভুক্ত হবে যুব সমাজও
দেশীয় এই প্লাস্টিকের খেলনা তৈরির প্রকল্পে দেশের যুব সমাজকেও অন্তুর্ভুক্ত করতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। যুব সমাজের নতুন ধারণায় উদ্ভুদ্ধ হয়ে নতুন চিন্তা ভাবনারও বিকাশ ঘটবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর