জাতীয় সংগীত শুনে আবেগে কান্নায় ভাসলেন পাপুয়া নিউগিনির খেলোয়াড়রা, বিশ্বকাপে তৈরি হলো এক বিরল মুহূর্ত

বাংলা হান্ট ডেস্কঃ আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে গিয়েছে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল পাপুয়া নিউগিনি এবং ওমান। পাপুয়া নিউগিনির জন্য আজকের এই ম্যাচ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথমবার এত বড় স্তরে খেলার সুযোগ লাভ করল তারা। প্রায় পাঁচ বছর বন্ধ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের একবার ইউএইতে নতুন করে শুরু হয়েছে যাত্রা। আর তারই প্রথম ম্যাচে আজ এমন এক আবেগময় মুহূর্ত সৃষ্টি হলো যা সকলের চোখে জল এনে দেবে।

টসের পরে দিন যখন পাপুয়া নিউগিনির জাতীয় সংগীত বাজানো হয় আনন্দে কেঁদে ফেলেন সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা। সমর্থকদের চোখেও জল এনে দিয়েছে এই ঘটনা। পাপুয়া নিউগিনির জন্য এই লড়াই মোটেই সহজ ছিল না। ২০১৯ সালে তারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য সুযোগ পায়। কিন্তু গত দু’বছরে করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন প্রায় সমস্ত খেলোয়াড়ই। শুধু তাই নয় করোনা রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠেছিল পাপুয়া নিউগিনিতে।

এমনকি এই দলে খেলা বেশকিছু ক্রিকেটারও তাদের আত্মীয়দের হারিয়েছেন কোভিডের এই মহামারীতে। তাই লড়াইটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। আর সেই কারণেই আজ জাতীয় সঙ্গীত শুরু হতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। যদিও ওমানের বিরুদ্ধে আজ সেভাবে লড়াই দিতে পারেনি পাপুয়া নিউগিনি। প্রথমে ব্যাট করে দিন নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ১২৯ রান তুলে ছিল তারা।

যদিও ৪৩ বলে ৫৬ রান করে ভালো লড়াই দিয়েছিলেন অধিনায়ক আসাদ ভালা, এছাড়া ৩৭ রানের সুন্দর ইনিংস খেলেছিলেন চার্লস আমিনিও। কিন্তু তারা আউট হতেই কার্যত ভেঙে পড়ে পাপুয়া নিউগিনি। জবাবে ব্যাট করতে নেমে জ্যোতিন্দর (৭৩) এবং আকিবের (৫০) জোড়া হাফ সেঞ্চুরির দৌলতে ১৩.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওমান। এরপর পাপুয়া নিউগিনির পরবর্তী ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিরুদ্ধে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর