আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ, থানায় দায়ের হল মামলা

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ে না আবার সিদ্দিকির। এর আগে করোনা পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে দেশ থেকে ৪০, ৫০ কোটি মানুষ মারা যাওয়ার প্রার্থনা করেছিলেন তিনি। সেই সময় তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। সেই সময় তিনি শুধু ফুরফুরা শরীফের পীরজাদা ছিলেন। ওনার ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রথমে তিনি অস্বীকার করলেও, পরে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

এরপর ভাইজান রাজনৈতিক দল ঘোষণা করে নির্বাচনেও লড়লেন। পাশে নিলেন বামেদের। অনেকেই আপত্তি করেছিল যে, আব্বাস সিদ্দিকি একজন ধর্মের প্রচারক হয়ে কীভাবে ধর্মনিরপেক্ষ জোটের অঙ্গ হতে পারে? যদিও, বামেরা সবার দাবি উড়িয়ে দিয়ে বলেছিলে আব্বাস সিদ্দিকি একজন প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ।

আব্বাসদের সঙ্গে জোট করে একুশের নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বামেরা। ৩৪ বছর রাজ্যের ক্ষমতায় থাকা সিপিএম একুশের নির্বাচনে একটিও আসন নিজেয়ের দখলে করতে পারেনি। আর এরপর থেকেই দলের অন্দরে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে।

ভোট যেতেই রাজনীতি থেকে দূরে সরে আবারও নিজের ধর্ম প্রচারের কাজে নেমে পড়েন আব্বাস সিদ্দিকি। আর সেই প্রচারে গিয়ে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও শিরোনামে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম অবমাননা করলে ধর থেকে কল্লা বাদ দেওয়ারও হুঁশিয়ারি দেন।

পাশাপাশি আব্বাস সিদ্দিকি নিজের মন্তব্যে হিন্দুদের আরাধ্য ‘বজরং বলি”কে নিয়ে তাচ্ছিল্যের মতো মন্তব্য করেন। আর ওনার সেই মন্তব্যে চটেছেন বিজেপির নেতা তরুণজ্যোতি তিওয়ারি। উনি পুলিশের কাছে আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে নালিশও জানিয়েছেন তিনি লিখেছেন, ‘

ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, বামফ্রন্টের নতুন সেক্যুলার মুখ ( দুষ্টু লোক বাবা বলে) গতকাল ধর থেকে গলা আলাদা করার হুমকি দিয়েছে। হনুমান জী র মূর্তি কে অপমান করেছে, পুলিশ পদক্ষেপ নেবে? আমি একজন হিন্দু এবং আমার কর্তব্য ছিল অভিযোগ করা। আমি করেছি…. দেখি পুলিশ কি করে….”

আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে শুধু বজরং বলিকে অপমান করার অভিযোগ ওঠেনি। ওনার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য ও ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। বিজেপির তরফ থেকে আব্বাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে বাংলা পক্ষ নামের একটি সংগঠনের তরফ থেকে উস্কানিমূলক মন্তব্য করার জন্য আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর