ধোনির আশীর্বাদ বদলে দেয় এই ৩ ফ্লপ ক্রিকেটারের জীবন! ফের ভারতের জার্সিতে খুঁজে পান সাফল্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা ভারতীয় দলের জার্সিতে সুযোগ পেয়ে সাফল্য পাওয়ার পর ধারাবাহিকতা দেখাতে পারেননি। কিছুদিনের জন্য তারা হারিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের মূলস্রোত থেকে। কিন্তু পরবর্তীতে ফের একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তারা। সাফল্য পেয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা ফুরিয়ে যাননি, শুধুমাত্র খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

এই ঘটনার সবচেয়ে বড় উদাহরণ হয়তো সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ আমরা এই প্রতিবেদনে তাকে নিয়ে আলোচনা করছি না। আমরা এই প্রতিবেদনে এমন তিন তারকাকে নিয়ে আলোচনা করব যারা ভারতীয় দলের থেকে বাদ পড়ার পর ধোনির সংস্পর্শে আসেন আইপিএলের মঞ্চে। ধোনির অভিভাবকত্ব তাদের কেরিয়ারকে ফের একবার মূলস্রোতে ফিরিয়ে আনে। দেখে নেওয়া যাক এই বিশেষ তালিকায় কোন কোন ক্রিকেটার আছেন।

jadeja ranji

রবীন্দ্র জাদেজা: ২০০৯ সালে ওডিআই ও টি-টোয়েন্টি দলে ডেবিউ করেন তিনি। ওডিআই-তে ব্যাটিং ভালো করলেও বোলিংয়ে ব্যর্থ হয়েছিলেন। টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারেননি। এরপর ধারাবাহিকতার অভাবে কখনও নিয়মিত হননি। সুযোগ পাননি ২০১১ বিশ্বকাপে। এরপর ২০১২ সালে তিনি সিএসকে-তে নিয়মিত ধোনির নেতৃত্বে খেলার সুযোগ পান। এক বছর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের হয়ে তিনি গোল্ডেন বল জেতেন।

Rahane

অজিঙ্কা রাহানে: অনেকদিন আগেই ওডিআই ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন। এরপর তিনি ২০২১-এর পরে টেস্ট দলে থেকেও বাদ পড়েন। মনে করা হচ্ছিল দেশের জার্সিতে তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপর মুম্বাইয়ের জার্সিতে ঘরোয়া ক্রিকেটে ও সিএসকে-তে ধোনির অভিভাবকত্বে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি ভারতীয় দলে ফেরেন এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের প্রথম ইনিংসে ৮৯ রানের একটি অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ashish nehera

আশীষ নেহেরা: ২০১১ সালের বিশ্বকাপে ভালো ছন্দে ছিলেন কিন্তু চোটের জন্য খেলতে পারেননি ফাইনাল। তারপর যেন একপ্রকার হারিয়েই গিয়েছিলেন। কিন্তু ২০১৪ ও ২০১৫ সালে সিএসকের জার্সিতে ধোনির অধিনায়কত্বে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরে আসেন এবং ২০১৬ ও ২০১৭ সালে অসাধারণ পারফরম্যান্স করে নিজের খেলোয়ার জীবনে ইতি টানেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর