‘হুজুর… বাঁচান’, বিচারব্যবস্থার কাছে কাতর আর্জি মমতার! হঠাৎ হল টা কি?

বাংলা হান্ট ডেস্কঃ বাদল অধিবেশনে একাধিক বিল পাশ করেছে কেন্দ্রের মোদী সরকার (central Government)। আর ইতিমধ্যেই বেশ কিছু বিল নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর বিতর্কও। এবার থেকে দেশের শীর্ষস্থানীয় নির্বাচনী অফিসারদের নিয়োগের প্রক্রিয়ায় ভারতের প্রধান বিচারপতির আর কোনও ভূমিকা থাকবে না। গত ১০ অগস্ট বৃহস্পতিবার রাজ্যসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিল ২০২৩, পেশ করে কেন্দ্র। এই নিয়েই তোলপাড়।

মোদী সরকাররের সদ্য পেশ করা এই বিলের প্রস্তাব অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি প্যানেল। আর সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ করবেন।

অর্থাৎ এবার থেকে প্রধান বিচারপতি দেশের শীর্ষস্থানীয় নির্বাচনী অফিসারদের আর নিয়োগ করতে পারবে না। এই বিলের বিরোধিতা করে রাজ্যসভায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আর এবার এই নিয়েই টুইট করে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন: ‘পারলে… আসুন’, এবার রাজ্যপালকে ‘বিরাট’ চ্যালেঞ্জ মমতার! মানবেন সিভি আনন্দ বোস?

ঠিক কি লিখলেন মুখ্যমন্ত্রী? শনিবার টুইট করে তৃণমূল সুপ্রিমো লেখেন, “দেশে বিচারব্যবস্থার মাথানত করতে চাইছে বিজেপি সরকার। পরিবর্তে কেন্দ্রীয় সরকার অরাজকতাকে মাথাচাড়া দেওয়াতে চাইছে। মুখ্য নির্বাচন কমিশনার ঠিক করতে দেশের প্রধান বিচারপতির তিন সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিরোধিতা করছি এই মুখ্য নির্বাচন কমিশনার ঠিক করার প্রক্রিয়া থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার বিষয়টিতে। ওদের এই অস্বস্তিই বুঝিয়ে দিচ্ছে ভোট কারচুপি করতেই এটা চাইছে।”

আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে’, ঝাড়গ্রামে দাঁড়িয়ে কাকে তোপ দাগলেন মমতা?

বিরোধী মহাজোটের উল্লেখ করে সেই টুইটে মমতা আরও লেখেন, “ইন্ডিয়া” প্রশ্ন করবেই বিচারব্যবস্থাকে অবমাননা করার বিষয়ে। ওরা কি মন্ত্রী পরিচালিত ক্যাঙারু কোর্ট চালু করতে চাইছে? আমরা ভারতের বিচারব্যবস্থার কাছে প্রার্থনা করছি, হুজুর আমাদের দেশকে বাঁচান।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর