অন্ধ্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যাত্রীবোঝাই বাসে আগুনে পুড়ে মৃত ২৫! শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা মোদির

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: দিওয়ালির আনন্দের আবহ কাটতে না কাটতেই অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) নেমে এল শোকের ছায়া। রাজ্যের কুর্নুল জেলায় শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। আহত বহু, যাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হায়দরাবাদ থেকে প্রায় ৪০-৪২ জন যাত্রী নিয়ে একটি লাক্সারি বাস বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল। ভোররাতের দিকে অন্ধ্রের (Andhra Pradesh) কুর্নুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়কে বাসটি আচমকাই একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। সেকেন্ডের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাস, শোনা যায় বিস্ফোরণের শব্দ। অধিকাংশ যাত্রী আগুনের গতিবেগ বুঝে ওঠার আগেই তাতে আটকা পড়ে যান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দরজা ভেঙে বেরিয়ে আসারও সময় পাননি অনেকেই।

আরও পড়ুন:‘মেড ইন ইন্ডিয়া’ অস্ত্রে সেজে উঠবে ভারতীয় সেনা, ৭৯ হাজার কোটির প্রকল্পে সবুজ সংকেত কেন্দ্রের

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় অন্তত ২৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। প্রাথমিক তদন্তে অনুমান, মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের পর জ্বালানির ট্যাংক ফেটে আগুন লেগে যায় এবং সেটিই দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে (Andhra Pradesh)।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্য (Andhra Pradesh) প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক বার্তায় লিখেছেন, “কুর্নুলের এই দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই প্রার্থনা করছি।” প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

PM expresses grief over bus accident in Andhra Pradesh.

আরও পড়ুন:সরকারি ভর্তুকি নয়, রোগীর অর্থেই চলবে হাসপাতাল, SSKM-এর অনন্য ওয়ার্ডে ‘স্বনির্ভর’ মডেল

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, “অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বাস দুর্ঘটনায় বহু প্রাণহানির খবর শুনে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে সবরকম সাহায্য করবে।”

কুর্নুল জেলার প্রশাসন ইতিমধ্যেই মৃত ও আহতদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করেছে। পাশাপাশি, কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দিওয়ালির পর এমন এক দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)—শহরজুড়ে এখন শুধু কান্না আর আতঙ্কের সুর।