বাংলা হান্ট ডেস্ক: সদ্য কাশ্মীর উপত্যকায় ৩৭০ ধারা বাতিল করেছে ভারত সরকার। এই ঘটনায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান অসন্তুষ্ট। একদিকে পাকিস্থান ও চীনের দ্বৈত দাবিতে কাশ্মীরের বর্তমান অবস্থা খতিয়ে দেখার জন্য রাষ্ট্রসঙ্ঘ একটি বৈঠক আহ্বান করেছে।অন্যদিকে মোদি সরকারের ওপর চাপ বাড়াতে টুইটে বিস্ফোরক অভিযোগ করেছে প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের টুইটারে তিনি লেখেন,”১২ দিন ধরে কাশ্মীরে কারফিউ। যোগাযোগ সম্পুর্ণ বন্ধ, প্রচুর সেনা পাঠিয়ে মুখ বন্ধ করা। ঠিক এভাবেই গুজরাতে গণহত্যার ঘটনা ঘটান নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক মহল যদি এখনই সক্রিয় না হয়, মুসলিম দুনিয়ায় তার প্রভাব মারাত্মক হবে”
কিন্তু অন্যদিকে ৩৭০ ধারা ওঠার পর কাশ্মীরে গুলি বা মৃত্যুর কোনো খবর আসেনি। এই কথা জানিয়েই ইমরানকে পালটা আক্রমণ করেন ভারতীয় নেটিজেনরা। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় টুইটে লেখেন,”বালুচিস্থানে কী চলছে? পূর্ব পাকিস্থানে হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলা হয়। ১৯৫০, ১৯৬৪ ও ১৯৭১ সালে নির্বিচারে হিন্দুদের হত্যা করা হয়েছিল। এভাবে কী কোনও সম্প্রদায়কে নিশ্চিহ্ন করা হয়নি?”
তবে শুধু সোশ্যাল যুদ্ধই না। কাশ্মীরের জন্য গৃহীত এই সিদ্ধান্তের জন্য বড়ো কূটনৈতিক যুদ্ধের মোকাবিলা করতে হবে নমো কে।