বাড়বে বরাদ্দ! দেশের কৃষকদের জন্য বড় ঘোষণার পথে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছু দিনের অপেক্ষা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন (Union Budget 2025)। যদিও সরকার গঠনের পর প্রথম দিকের বাজেটে সামাজিক প্রকল্প ঘোষণা করার ‘রীতি’ তেমন নেই তবে এবার ধারণা করা হচ্ছে আগামী মাসেই বড়সড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র (Central Government)।

পিএম কিষানে বাড়বে বরাদ্দ? PM Kisan

পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের ক্ষোভ প্রশমনে পিএম কিষান যোজনার বরাদ্দ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ বছর শুরুর প্রথম বাজেটেই বড় ঘোষণা করতে পারে মোদি সরকার। কৃষকদের ঘাতে মলম লাগাতে কল্পতরু হতে পারে কেন্দ্র। পঞ্জাব-হরিয়ানায় কৃষকদের লাগাতার আন্দোলনের আগুনে কিছুটা জল ঢালতে আসন্ন বাজেটেই পিএম-কিসানের টাকা বাড়ানো হতে পারে বলে খবর সামনে আসছে।

সূত্র বলছে, পিএম-কিসান প্রকল্পে কৃষকদের বছরে ৮ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দেওয়ার ঘোষণা হতে পারে। বর্তমানে ৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। সঙ্ঘ পরিবারের কৃষক সংগঠনও জানিয়েছে গত ছয় বছরে পিএম-কিসান প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়নি। এই নিয়ে বিবেচনার জন্য মোদী সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

২০১৯ সালে এদেশের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে সরকার। এই যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রতি কিস্তিতে ২০০০ করে দেওয়া হয়।

Narendra Modi

আরও পড়ুন: DA বাড়ছে? নাকি হবে ছাঁটাই? পশ্চিমবঙ্গ সরকার চিঠি পাঠাতেই সরকারি কর্মীদের মনে আশঙ্কা

তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়ে পিএম মোদী বলেছিলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটিই হল কৃষি কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমরা এবার কৃষক এবং কৃষিজমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।’ এবার সেই প্রকল্পেই (PM Kisan) বরাদ্দ বৃদ্ধির পথে কেন্দ্র।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর