বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল বিকেল চারটের সময় আবারও দেশবাসীর সামনে নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra Modi)। লাদাখ সীমান্ত নিয়ে চীন আর ভারতের উত্তেজনা। দিনদিন বেড়ে চলা করোনার মামলা। দেশকে আত্মনির্ভর করা। এবং দেশ থেকে চীনা পণ্য বয়কট করার মামলার মধ্যে কাল আবার অনেকদিন পর দেশবাসীর সন্মুখিন হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ চীনের ৫৯ টি অ্যাপ ব্যান করার পর এই খবর সামনে আসল। দেশবাসীর মধ্যে উনি কি ঘোষণা করবেন সেটা নিয়ে বড় সংশয় সৃষ্টি হয়েছে।
বড় খবরঃ কাল বিকেলে জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, করতে পারেন বড় ঘোষণা
![modi 95 modi 95](https://banglahunt.com/wp-content/uploads/modi-95.jpg)
সম্পর্কিত খবর