লোকসভা ভোটের আগেই দেখতে হবে রাইমার এই সিনেমা! হঠাৎ নির্দেশ প্রধানমন্ত্রীর, কারণ কি?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। শাসক থেকে বিরোধী ইতিমধ্যেই কোমর বেঁধে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও বেজে গিয়েছে ভোটের দামামা। ওদিকে সামনেই বহু প্রতিক্ষিত রামমন্দিরের উদ্বোধন। খাতায়-কলমে তারপর থেকেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়বে গেরুয়া শিবির। তবে তার আগেই দলীয় নেতা-কর্মীদের মুভি দেখার বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরই রামমন্দির উদ্বোধনের আগে জাতীয় পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মোদী। মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আমন্ত্রণ পেয়েছিল সকল রাজ্যের সভাপতিরাও। সেই বৈঠকেই বক্তৃতা দিতে গিয়ে নির্বাচনের আগে ‘দ্য ভ্যকসিন ওয়ার’ (The Vaccine War) ছবিটি দেখতে বলেন। সমস্ত নেতাদেরই এই নিদান দেন মুখ্যমন্ত্রী।

‘দ্য ভ্যকসিন ওয়ার’ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ভারতের করোনা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে তৈরী একটি ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন (Raima Sen’s movie), অনুপম খের। সিনেমায় রোহিণী নামে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন রাইমা।

ওদিকে গেরুয়াপন্থী পরিচালকের নির্মিত এই ছবিতে ভারত সরকারের ক্যাবিনেট সচিবের চরিত্রে দেখা যায় অনুপম খেরকে। যার সংলাপের সঙ্গে অনেক ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর বলা অনেক কথার মিল পাওয়া গিয়েছে। ভোটের আগে সেই ছবিই দেখার পরামর্শ নমোর।

narendra modi pti010721 1 1200x768

আরও পড়ুন: আর অখুশি থাকতে হবে না! নতুন বছরেই ফের এতটা DA বাড়াতে পারে রাজ্য সরকার, বিরাট আপডেট

রাইমা সেন একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর পাশাপাশি তার আরেক পরিচয় তিনি প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেনের কন্যাও। এবার সেই ছবির প্রসঙ্গ প্রধানমন্ত্রীর মুখে। বিজেপি সূত্রে খবর, বুধবার বাংলার নেতাদের মোদীর সেই নির্দেশ শুনিয়েছেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে। প্রসঙ্গত, এর আগেও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রচার করেছিল বিজেপির একাংশ। যা নিয়ে বিতর্ক কম হয়নি। আর এবার সেই পরিচালকেরই আরেক ছবি দেখার নিদান মোদীর। লোকসভার আগে গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রীর এই নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর