গেমিং জগতে মোদী সরকারের ‘গেম চেঞ্জার’ আইন, নিষিদ্ধ হবে এই জনপ্রিয় গেমগুলি

Published on:

Published on:

PM Modi Cabinet approves Online Gaming Bill For the sake of financial security

বাংলা হান্ট ডেস্কঃ নতুন যুগে গেমারদের নিরাপত্তা ও স্বচ্ছতা দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনলাইন গেমিং বিল (Online Gaming Bill) অনুমোদিত হয়েছে। এই বিল কার্যকর হলে, অনলাইন বাজি বা জুয়াখেলা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। বুধবার লোকসভায় বিলটি তোলা হতে পারে।

অনলাইন গেমে এবার রাশ টানল কেন্দ্র (Online Gaming Bill)

এদিন সরকার স্পষ্ট করেছে যে, “এই পদক্ষেপ লিস্টেড ও নন লিস্টেড এমন কোম্পানিগুলিকে কেন্দ্র করে গেমিং শিল্পে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করবে।” নতুন বিলে (Online Gaming Bill) গেমারদের আসক্তি, আর্থিক ক্ষতি কিংবা সামাজিক প্রভাব ফেলতে পারে এমন গেম নিষিদ্ধ করার ক্ষমতা পাবে সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তে ভার্চুয়াল মানি, রিয়েল ক্যাশ বাজির গেম কিংবা জুয়ার মতো গেমগুলির দিন কার্যত শেষ হতে চলেছে।

বর্তমানে নিয়ন্ত্রণহীনভাবে অনেক কোম্পানি ভার্চুয়াল মানি ও রিয়েল ক্যাশ নির্ভর গেম চালাচ্ছে। এর ফলে গেমাররা প্রায়শই প্রতারণার শিকার হন। নতুন আইন (Online Gaming Bill) কার্যকর হলে গেমিং সেক্টরে স্পষ্ট আইন কাঠামো তৈরি হবে। কোটি কোটি সক্রিয় ব্যবহারকারীর উপর সরাসরি প্রভাব ফেলবে এই পদক্ষেপ। এর ফলে কোম্পানিগুলিকেও তাদের ব্যবসায়িক নীতি বদলাতে বাধ্য হতে হবে।

কোন গেম নিষিদ্ধ হতে পারে?

বিলটিতে (Online Gaming Bill) বলা হয়েছে, যে সব গেম জুয়া বা বাজি নির্ভর, ভার্চুয়াল মানি বা রিয়েল ক্যাশের উপর চলে, সেগুলি নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে, যে গেমগুলি আসক্তি বাড়ায়, আর্থিক ক্ষতির কারণ হয়, কিংবা হিংসাত্মক বা আপত্তিকর কনটেন্ট প্রচার করে, সেগুলিকেও নিয়ন্ত্রণে আনা হবে। ফলে অনেক জনপ্রিয় অনলাইন গেমও এ বার বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

PM Modi Cabinet approves Online Gaming Bill For the sake of financial security

আরও পড়ুনঃ আইনি নোটিশ পাঠিয়েও কাজ হয়নি, এবার তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন কুণাল

কেন্দ্রের এই নতুন পদক্ষেপ (Online Gaming Bill) নিঃসন্দেহে অনলাইন গেমিং জগতের জন্য গেম চেঞ্জার হতে চলেছে। একদিকে গেমারদের প্রতারণা থেকে সুরক্ষা দেবে এই আইন, অন্যদিকে শিল্পকে আনবে স্বচ্ছ ও সুশৃঙ্খল কাঠামোর আওতায়। তবে, কোন কোন জনপ্রিয় গেম বাদ যাবে, সেই বিষয় এখনও কোনও তালিকা প্রকাশ করা হয়নি।