কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেও ফের করোনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক অনুপস্থিত মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনার দাপট প্রতিদিনই বেড়ে চলেছে। দৈনিক সংক্রমণ ৩ লক্ষ পার করেছে। করোনার এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে চিন্তিত কেন্দ্র-রাজ্য দুই সরকারই। আর দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বাংলায় রাজনৈতিক প্রচার বাদ দিয়ে আজ এই এমার্জেন্সি মিটিং ডেকেছিলেন প্রধানমন্ত্রী।

আজকের এই মিটিং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেন। ওনার তরফ থেকে রাজ্যের স্বাস্থ্যসচিব এবং মুখ্যসচিব এই মিটিংয়ে অংশ নিয়েছেন। বারবার কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ না নিয়ে নানান প্রশ্ন খাড়া করেছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৮ হাজার করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গোটা দেশে। রোজই করোনা নতুন নতুন করে রেকর্ড ভাঙছে। এমনকি ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বিশ্বরেকর্ডও করে ফেলেছে।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাঅ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৩ জন এই মারণ ভাইরাসে আক্তান্ত হয়ে মারা গেছেন।

X