রেকর্ড গড়ে এশিয়ান গেমসে সোনা! ভারতের নাম উজ্জ্বল করেছেন ২ ক্রীড়াবিদ! মনছোঁয়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে স্মরণীয় পারফরম্যান্স করলেন শট পাট-এর (Shot Put) তারকা ভারতীয় প্রতিযোগী তাজিন্দরপাল সিং তোর (Tajinderpal Singh Toor)। এই বিশেষ ক্রীড়ায় এশিয়ান গেমসের (2023 Asian Games) ইতিহাসে চতুর্থ ভারতীয় হিসাবে গতকাল নিজের সোনা জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছেন। রুদ্ধশ্বাস মোকাবিলায় তিনি সৌদি আরবের প্রতিযোগী মহামেদ দাউদা তোলো-কে নিজের শেষ চেষ্টায় পেছনে ফেলেন। নিজের শেষ থ্রোয়ে সৌদির তারকা সর্বোচ্চ ২০.১৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন এবং ভেবেছিলেন তার সোনা নিশ্চিত। কিন্তু তাজিন্দার হাল ছাড়েননি। নিজের ষষ্ঠ এবং ফাইনাল থ্রোয়ে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে তিনি ভারতের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেন।

এরপর ওইদিনই অর্থাৎ ১লা অক্টোবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এশিয়ান গেমসের পদক বিজয়ীদের একসঙ্গে অভিনন্দন জানান। কিন্তু বিশেষ করে শুভেচ্ছাবার্তায় শট পাট এবং স্টিপলচেজ ইভেন্টে যথাক্রমে তাজিন্দরপাল সিং তোর এবং অবিনাশ সাবলের অসাধারণ পারফরম্যান্সকে আলাদা করে উল্লেখ করেন। এই ক্রীড়াবিদরা নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলকে অভিভূত করে করে দেশকে গর্ব উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের প্রতিযোগীকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি ম্যাচে অসাধারণ ফাইনাল থ্রো করে ভারতকে সম্মানিত করার জন্য তিনি তাজিন্দারপালের পারফরম্যান্সকে “অভূতপূর্ব” বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে এই অনুভূতিগুলি প্রকাশ করেছেন, যেখানে তিনি ভবিষ্যতের জন্য তাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তাকে আলাদাভাবে উল্লেখ করায় এখন ভারতীয় শট পাট তারকা হয়তো আরও বেশি অনুপ্রাণিত অনুপ্রাণিত বোধ করবেন।

আরও পড়ুন: রোনাল্ডোর বন্ধুর গোলে যাত্রা শেষ সুনীলদের! ভাঙাচোরা দল নিয়েও এশিয়ান গেমসে মন জিতলো ভারত

তাকে ছাড়াও প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করা অবিনাশ সাবলের (Avinash Sable) প্রশংসা করেছেন। অবিনাশ এই এশিয়ান গেমসে ৩,০০০ মিটার স্টিপলচেজে (3000m steeplechase) স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় হয়ে ইতিহাস তৈরি করেছেন। প্রধানমন্ত্রী এই অসামান্য চ্যাম্পিয়নকে অভিনন্দন জানিয়েছেন, স্বীকার করেছেন যে তিনি আবারও তার কৃতিত্বর মধ্যে দিয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।

আরও পড়ুন: চলতি এশিয়ান গেমসে ইতিহাস! বিশ্বরেকর্ড গড়ে প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জয় সিফ্ট কউর সামরার!

গতবছর কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক জিতেছিলেন অবিনাশ। এশিয়ান গেমসে স্বর্নপদকই তার পাখির চোখ ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি প্রথম ভারতীয় হিসাবে এই ইভেন্টে এশিয়ান গেমসে সোনা জেতার পাশাপাশি কাল ওই ইভেন্টে এশিয়ান গেমসের রেকর্ডও ভেঙেছেন। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ডে ৩০০০ মিটারের এই ইভেন্টটি সম্পূর্ন করে রেকর্ড গড়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর