বাংলাহান্ট ডেস্ক: ভারতের (India) বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উন্নতিতে ১ লক্ষ কোটির উপহার! ৩ নভেম্বর দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ‘ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫’। তিন দিনের এই মহাসভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী কার্যালয়ের (PMO) বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক, শিল্পক্ষেত্রের প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সমাগম ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ভারতের (India) বিজ্ঞান ও প্রযুক্তির খাতে কোটি টাকার উপহার
এই কনক্লেভের মঞ্চ থেকেই দেশের গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন ১ লক্ষ কোটি টাকার ‘রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (RDI) স্কিম ফান্ড’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ছয় বছর। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কনসোলিডেটেড ফান্ড অব ইন্ডিয়া (India) থেকে এই বরাদ্দ করা হবে। এই ফান্ডের লক্ষ্য বেসরকারি খাতনির্ভর গবেষণা ও উদ্ভাবনের পরিকাঠামো গড়ে তোলা, পাশাপাশি দেশের ডীপ-টেক সেক্টরকে শক্তিশালী ভিত্তি দেওয়া। পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘমেয়াদি স্বল্প বা শূন্য সুদের ঋণ, ইকুইটি ইনভেস্টমেন্ট এবং ডীপ-টেক ফান্ড অফ ফান্ডসে সরকারি অংশগ্রহণ থাকবে। তবে অনুদান বা স্বল্পমেয়াদি ঋণের সুবিধা এই স্কিমে নেই। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভারতের উদ্ভাবন ইকোসিস্টেমকে শক্তপোক্ত করবে এবং তরুণ গবেষকদের জন্য নতুন পথ খুলে দেবে।
আরও পড়ুন:২০০৭-এর পরে যাদের জন্ম তারা করতে পারবে না ধূমপান! ভারতের এই পড়শি দেশে জারি নির্দেশিকা
Emerging Science, Technology & Innovation Conclave – #ESTIC2025.
A defining platform to shape the future of a #ViksitBharat, uniting #innovators, #researchers, and #changemakers to explore frontiers of knowledge and discovery.
Let’s ignite #ideas, inspire #innovation, and… pic.twitter.com/2U4w4kc9N1
— Narottam Sahoo (@narottamsahoo) November 1, 2025
ESTIC ২০২৫-এ যোগ দেবেন ৩,০০০-এরও বেশি প্রতিনিধি। তাঁদের মধ্যে থাকবেন নোবেল বিজয়ী বিজ্ঞানী, শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ ইকোসিস্টেমের উদ্যোক্তা এবং সরকারি নীতিনির্ধারকরা। ভারতে (India) আয়োজিত তিন দিনের এ সমাবেশে আলোচনা হবে ১১টি গুরুত্বপূর্ণ থিমে — অ্যাডভান্সড মেটেরিয়ালস ও ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়ো-ম্যানুফ্যাকচারিং, ব্লু ইকোনমি, ডিজিটাল কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর, কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও মেডিকেল টেকনোলজি, কোয়ান্টাম সায়েন্স এবং মহাকাশ প্রযুক্তি। পাশাপাশি আয়োজিত হবে প্যানেল আলোচনা, বিজ্ঞান বক্তৃতা, গবেষণা প্রেজেন্টেশন ও প্রযুক্তি প্রদর্শনী।

আরও পড়ুন:নতুন আপডেটে WhatsApp ব্যবহার আরও সহজ, এবার থেকে ঘড়িতেই খুলবে পুরো চ্যাট লিস্ট
কেন্দ্রীয় সরকারের মতে, এই কনক্লেভের মূল লক্ষ্য হচ্ছে গবেষক, শিল্প সংস্থা ও উদ্ভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো, যাতে গবেষণার ফল হাতেকলমে বাস্তব শিল্পক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রযুক্তি-নির্ভর নতুন যুগে ভারতকে (India) গবেষণা ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার রূপরেখা এই সম্মেলনেই স্পষ্ট হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। ESTIC ২০২৫ ভারতীয় বিজ্ঞান–প্রযুক্তির অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক হয়ে থাকবে বলেই বিশেষজ্ঞদের মত।













