বাংলা হান্ট ডেস্ক: ছোট্ট মেয়েকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গত ২ নভেম্বর ছত্তিশগড়ের (Chhattisgarh) কাঙ্কেরে (Kanker) জনসভায় আকাঙ্খা নামে এক কিশোরী তার আঁকা (Drawing) মোদীর ছবি নিয়ে দাঁড়িয়েছিল। তখন সেটি দেখতে পারেন প্রধানমন্ত্রী। সেই সময় আকাঙ্খার সঙ্গে কথা বলেন তিনি। অনেকক্ষণ ধরে মোদীর ছবি নিয়ে দাঁড়িয়ে থাকায় প্রথমে ওই কিশোরীকে বসতে বলেন প্রধানমন্ত্রী। এরপর তার থেকে ওই আঁকা ছবিটা নেন তিনি। তখনই ওই কিশোরীকে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওই কাগজে তোমার ঠিকানা লিখে দিও আমি তোমাকে চিঠি লিখব।’
Earlier, this happened. pic.twitter.com/qs7kSBO6Qq
— Anindya (@AninBanerjee) November 4, 2023
এরপরই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট্ট আকাঙ্খাকে (Akansha) তিনি চিঠিতে লিখেছেন, ‘প্রিয় আকাঙ্ক্ষা, শুভকামনা এবং আশীর্বাদ। কাঙ্কেরের প্রোগ্রামে তুমি যে স্কেচ এঁকেছিলে, তা আমার কাছে পৌঁছেছে। এর জন্য তোমাকে ধন্যবাদ।’ এরই পাশাপাশি প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জীবনে অনেক সাফল্যের সঙ্গে এগিয়ে যাও এবং পরিবার, সমাজ এবং দেশের জন্য গৌরব নিয়ে আসো। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’
Prime Minister Narendra Modi writes to Akanksha who had brought him his sketch at his event in Kanker, Chhattisgarh on 2nd November.
The Prime Minister had accepted the sketch from her and told her to leave her correspondence address with him so that he could write to her. pic.twitter.com/oUumyTK6Fk
— ANI (@ANI) November 4, 2023
এর সঙ্গেই প্রধানমন্ত্রী আকাঙ্খাকে আরও লেখেন, ‘আগামী ২৫ বছর তোমার মতো তরুণ কন্যাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী বছর গুলিতে আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে তোমার মতো কন্যাদের স্বপ্নপূরণ হবে এবং দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন নির্দেশিকা প্রদর্শিত হবে। ভারতের মেয়েরাই (India’s Daughter) দেশের উজ্জ্বল ভবিষ্যত। তোমাদের সকলের কাছ থেকে আমি যে স্নেহ এবং আনুগত্য পেয়েছি, তা জাতির সেবায় আমার শক্তি। আমাদের লক্ষ্য দেশের মেয়েদের জন্য একটা সুস্থ নিরাপদ এবং সুসজ্জিত দেশ গড়ে তোলা।’
উল্লেখ্য, এর আগেও দেশের বিভিন্ন স্তরের মানুষকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী। তবে এই ছোট্ট আকাঙ্ক্ষাকে চিঠি লিখে আবারও নজির গড়লেন মোদী।