বাংলা হান্ট ডেস্কঃ ক্রমাগত বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, যার জেরে প্রতিদিনই রীতিমতো সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পেট্রোল ডিজেলের উপর নির্ভরতা কমাতে প্রথম থেকেই বিকল্প শক্তির উপর জোর দেওয়ার কথা বলে আসছে কেন্দ্র। ইতিমধ্যেই ইলেকট্রিক বাইক এবং গাড়ির ওপর জোর দিতেও দেখা গিয়েছে উদ্যোগ প্রতিদিন। রবিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ফের একবার এনিয়ে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লালকেল্লার মঞ্চ থেকে জাতীয় হাইড্রোজেন মিশনের কথা ঘোষণা করেন তিনি। এই মিশনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আরও বেশি উদ্যোগ গ্রহণ করবে কেন্দ্র। এর আগেও প্রধানমন্ত্রী এনার্জিকে ভবিষ্যতের জ্বালানি হিসেবে আখ্যা দিয়েছিলেন। রবিবার তিনি জানান হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে ভারতকে সারা বিশ্বে একটি হাব হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তার মতে, পেট্রোল ডিজেলের উপর থেকে নির্ভরতা কমাতে গেলে ভারতকে এক দীর্ঘ লাফ দিতে হবে। হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে পরিবেশ দূষণ অনেকটাই কমাবে। সিএনজি গ্যাসের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা সম্ভব। সাধারণত এই মুহূর্তে দুটি পদ্ধতি অবলম্বন করা হয় হাইড্রোজেন তৈরীর ক্ষেত্রে। একটি পদ্ধতিতে জলক ইলেক্ট্রোলাইজ তার থেকে হাইড্রোজেন আলাদা করে নেওয়া হয়। এর মাধ্যমে হাইড্রোজেন চালিত গাড়ি গুলি চালানো যেতে পারে। দ্বিতীয় পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসকে হাইড্রোজেন এবং কার্বনে বিভক্ত করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে সমস্ত ধরনের জলজাহাজ, বাইক, গাড়িও চালানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি আজ তেরঙ্গা পতাকাকে সাক্ষী রেখে ন্যাশনাল হাইড্রোজেন মিশন শুরু করছি।” তার আশা আগামী দিনে এই মিশনের মাধ্যমে গ্রীন এনার্জি আরও বেশি লাভ করবে।