মহরমের শুভেচ্ছা জানিয়ে ইমাম হুসেইনের বলিদানকে স্মরণ করলেন নরেন্দ্র মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা দেশে মহরম (Muharram) পালিত হচ্ছে। মুসলিমরা প্রতি বছরই অধীর আগ্রহে এই দিনটার অপেক্ষা করে। মহরম থেকেই ইসলামিক নতুন বছরের শুরু হয়। আর আজ এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)  ইমাম হুসেইন (Husayn ibn Ali) কে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বলেন, ওনার কাছে সত্যতা আর ন্যায় এর মুল্যের থেকে বেশি কিছুই ছিল না। নরেন্দ্র মোদী বলেন, সাম্য ও ন্যায্যতার বিষয়ে ইমাম হুসেনের জোর স্মরণীয় এবং এটি অনেক লোককে শক্তি জোগায়।

নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ‘আমি আজ ইমাম হুসেইনের বলিদানকে স্মরণ করছি। কারণ ওনার কাছে সত্যতা আর ন্যায়ের মূল্যের থেকে বেশি আর কিছুই ছিল না। সাম্য ও ন্যায্যতার বিষয়ে ইমাম হুসেনের জোর স্মরণীয় এবং এটি অনেক লোককে শক্তি জোগায়।”

এবার করোনা ভাইরাসের কারণে সুপ্রিম কোর্ট দেশ জুড়ে মহরমের জুলুস বের করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। শিয়া ধর্মগুরু কলবে জব্বাদ সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে দেশের আলাদা আলাদা শহরে মহরমের জুলুস বের করার অনুমতি চেয়েছিল। এর আগে সুপ্রিম কোর্ট উড়িষ্যায় পুরীর জগন্নাথের রথযাত্রার অনুমতি দিয়েছিল। কিন্তু যেহেতু সেটি শুধুমাত্র একটি শহরের মামলা ছিল, সেহেতু আদালত অনুমতি দিয়েছিল। বাকি দেশে কোথাও আর রথযাত্রার জুলুস বের হয় নি। জব্বাদের পিটিশনে শুনানির সময় আদালত স্পষ্ট বলেছিল যে, যদি মহরমে জুলুস বের করা অনুমতি দিই, তাহলে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে করোনার দোষ চাপবে।

আনুমানিক ১৪০০ বছরেরও আগে তারিখ-এ-ইসলামে কর্বলার লড়াই হয়েছিল। এই লড়াই মানুষের জন্য আর জুলুমের বিরুদ্ধে লড়া হয়েছিল। এই লড়াইয়ে পয়গম্বর মোহম্মদের নাতি ইমাম হুসেইন আর ওনার ৭২ জন সঙ্গীকে শহীদ করে দেওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর

X