বাংলা হান্ট ডেস্কঃ ৭৫ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। শনিবার ন্যাশনাল ক্যাডেট কর্পস তথা এনসিসির (National Cadet Corps) ৭৫ বর্ষপূর্তিতে এই বিশেষ স্মারক মুদ্রা (Commemorative Coins) প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
এদিন দিল্লির (Delhi) কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ৭৫ বছর পূর্তি উপলক্ষে এনসিসির সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। উল্লেখ্য, সরকারি বিবৃতি অনুযায়ী, র্যালিতে ১৯টি দেশের ১৯৬ জন অফিসার ও ক্যাডেট অংশগ্রহণ করেছিলেন। সেই অনুষ্ঠানেই গতকাল অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী । সেখানে গার্ড অব অনার পরিদর্শন করে এনসিসি কন্টিনজেন্টের কুচকাওয়াজ পর্যালোচনা করেন। এরপর সেখানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই এই বিশেষ মুদ্রা প্রকাশ করেন মোদী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন , “এনসিসি গঠনের ৭৫ বছর পূর্তি উদযাপন করছে। যাঁরা গত ৭৫ বছর ধরে এনসিসি-র প্রতিনিধি ছিলেন তাঁরা সবাই এর অংশ। দেশ গঠনে তাঁদের এই অবদানের প্রশংসা করি। এনসিসি ক্যাডেটদের দৃঢ় সঙ্কল্প এবং সেবার চেতনায় ভারত গর্বিত।” এদিন প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে প্রশংসায় ভরিয়ে দেন। তাঁর মন্তব্য, ‘যুবশক্তিই ভারতের চালিকা শক্তি। গোটা বিশ্বের এখন ভারতের দিকে তাকিয়ে থাকার অন্যতম কারণই হল দেশের যুব সমাজ।’
Addressing the NCC rally in Delhi. We are proud of the determination of the cadets. https://t.co/9QkgIrXELa
— Narendra Modi (@narendramodi) January 28, 2023
প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের সংস্কারের ফলে দেশের যুবসমাজ উপকৃত হচ্ছে। গত আট বছরে পুলিশ ও আধাসামরিক বাহিনীতে আমাদের মেয়েদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি, সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় নারীদের মোতায়েন করা হয়েছে।” তাঁর সংযোজন , “সীমান্ত এলাকা ও উপকূলীয় এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষ এনসিসির জন্য মনোনীত হয়েছেন। এত বিশাল যুবশক্তি যখন দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত হতে চায় তখন কোনও লক্ষ্যই অসম্ভব হবে না।”