সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি বিধ্বংসী অর্জুন মার্ক 1A ট্যাঙ্ক সেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার কেরল আর তামিলনাড়ুর সফরে গিয়েছেন। নিজের যাত্রার প্রথম পর্যায়ে তিনি চেন্নাই পৌঁছে অত্যাধুনিক স্বদেশী অর্জুন মার্ক 1A ট্যাঙ্ক সেনার হাতে তুলে দেন। এছাড়াও তিনি সেখানে বেশ কয়েকটি পরিকল্পনার উদ্বোধন করেন আর শিলন্যাস করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে জারি বয়ানে বলা হয়, ওই প্রকল্পের মধ্যে চেন্নাই মেট্রো আর কেরলে একটি পেট্রোকেমিক্যাল প্রোজেক্ট-এর উদ্বোধন যুক্ত আছে।

আজকের এই সফরে প্রধানমন্ত্রী মোদী চেন্নাই মেট্রো রেল পরিযোজনার প্রথম পর্যায়ের শুভারম্ভ করবেন। এই প্রকল্প সম্পূর্ণ করতে ৩ হাজার ৭৭০ কোটি টাকার খরচ হবে। এই প্রকল্প উত্তর চেন্নাইকে বিমানবন্দর আর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে। PMO জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাই সমুদ্র উপকূল আর অট্টিপট্টুর মধ্যে চতুর্থ রেল লাইনের উদ্বোধন করবেন।

সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রালয় ১১৮ টি উন্নত অর্জুন মার্ক 1A ট্যাঙ্ককে ভারতীয় সেনায় যুক্ত করার সিদ্ধান্ত নেয়। ৮ হাজার ৪০০ কোটি টাকার এই ১১৮ টি উন্নত মানের ট্যাঙ্ক সম্পূর্ণ ভাবে ভারতেই বানানো হয়েছে। এই ট্যাঙ্ক গুলোর নির্মাণ আর উন্নতি করার কাজ সম্পূর্ণ ভাবে DRDO করেছে। এই ট্যাঙ্ক গুলো যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার সমস্ত চাহিদা পূরণ করবে। অর্জুন ট্যাঙ্ক গুলোকে DRDO এর কমব্যাট ভেহকিলস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইস্টাবলিশমেন্টে ডিজাইন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরলে ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের প্রপলিন ডেরিওয়েটিভ পেট্রোকেমিকাল প্রোজেক্ট দেশকে সমর্পিত করবেন। এই  প্রোজেক্টের মাধ্যমে অ্যাক্রিলিট, অ্যাক্রিলিক অ্যাসিড এবং অক্সো-অ্যালকোহল তৈরি হবে, যা বর্তমানে বিদেশ থেকে ক্রয় করা হয়। এটি প্রায় ৩৭০০ থেকে ৪০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এই প্রোজেক্টে ব্যয় হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী সমুদ্র ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিজ্ঞান সাগর এবং কোচি শিপইয়ার্ড লিমিটেডেরও উদ্বোধন করবেন। এটি সামুদ্রিক অধ্যয়ন কেন্দ্র, এবং ভারতের একমাত্র সামুদ্রিক ইনস্টিটিউট যেটি একটি জাহাজের অভ্যন্তরে পরিচালিত যেখানে প্রশিক্ষণও দেওয়া হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর