চেন্নাইয়ের মাঠে দর্শক ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, টুইট করে নিজেই জানালেন সেকথা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ভারত বনাম ইংল্যান্ড এর দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছিল চেন্নাইয়ের চিপকে ক্রিকেট স্টেডিয়ামে। আর এই দিন ভারত বনাম ইংল্যান্ড এর খেলার দর্শক ছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী মহাশয়। এইদিন চেন্নাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় তিনি বিমানপথে স্টেডিয়াম এর উপর দিয়ে যাচ্ছিলেন তখনই তিনি এক ঝলক ম্যাচ দেখেন। নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন মোদিজি।

এইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ম্যাচ সম্পর্কে টুইট করে লিখেছেন, ” আকর্ষণীয় ম্যাচের দারুণ এক মুহূর্ত উপভোগ করলাম। দিনের শেষে 249 রানে এগিয়ে ভারত। রবিবার ভারতের জন্য খুবই ভালো দিন ছিল। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে কিছুটা এগিয়ে টিম ইন্ডিয়া।”

প্রথম ইনিংসে ভারতের বেশ কয়েকজন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেলেও রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং ঋষভ পন্থের ব্যাটে ভর করে 329 রান করে টিম ইন্ডিয়া। ভারতের রানের জবাবে ব্যাটিং করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন এর আগুনে বোলিংয়ের সামনে মুখ থুবরে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। 134 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। বল হাতে 5 উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।


Udayan Biswas

সম্পর্কিত খবর