বড় খবরঃ এমাসে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আর কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। নির্বাচন ঘিরে শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দল গুলোই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ম্যারাথন প্রচার চালিয়ে যাচ্ছেন। পিছিয়ে নেই বিরোধী শিবির গুলোও।

রাজ্যে ক্ষমতায় আসার জন্য তৎপর হওয়ার বিজেপিও প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও সভা করে চলেছে। এমাসে শুরুতেই রাজ্যে একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন। প্রথমে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় এসে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করেন।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ ফেব্রুয়ারি হলিয়ায় আসেন। সেখানে তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন আর কয়েকটি প্রকল্পের ঘোষণা করেন। সেদিনই তিনি হলদিয়ায় একটি জনসভাও করেন।

এরপর ১১ ফেব্রুয়ারি রাজ্যে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রথমে তিনি কোচবিহার। এরপর বনগাঁর ঠাকুরনগরে সভা করেন। সেদিন তিনি সভা থেকে ঘোষণা করেন যে, দেশে টিকা করণ অভিযান শেষ হলেই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করা হবে।

আর এরমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমাসে আরও একবার বাংলা সফরে আসছেন। তিনি ২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে আসবেন। সেদিন তিনি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি হুগলীর ডানলপ ময়দানে তিনি একটি সভা করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও সেদিন তিনি নোয়াপাড়া-দক্ষিণেশ্বরের মেট্রোর উদ্বোধন করতে পারেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর