আজ নেপাল সফরে মোদী, হতে চলেছে ভারত নেপাল এর নতুন Mou সাক্ষর !

বাংলাহান্ট ডেস্ক : আজই নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনি পরিদর্শনের সঙ্গে সঙ্গেই সেদেশের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গেও বৈঠক করার কথা প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সোমবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত নেপালে থাকবেন নরেন্দ্র মোদী।

জানা যাচ্ছে, বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান লুম্বিনিতে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। এই সময়ের মধ্যেই তিনি বৌদ্ধ সার্কিট অংশীদারিত্ব ও সংযোগের গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করতে পারেন। প্রস্তাবিত পরিকল্পনায় ভারতের সহায়তায় কুশিনগর ও লুম্বিনির মধ্যে রেললাইন স্থাপনের কথা বলা হবে। এছাড়াও ভারতের বৌদ্ধ তীর্থ স্থানগুলিকে কপিলবাস্তু এবং লুম্বিনীর সঙ্গে সড়কপথে সংযুক্ত করার পরিকল্পনাও গ্রহন করা হবে। এই সমস্ত প্রকল্প নিয়ে ভারত ও নেপালের মধ্যে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই।

এদিন ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনি থেকে বিশ্বকে শান্তির বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বৌদ্ধ তীর্থ স্থানগুলিকে এক সঙ্গে সংযুক্ত করার কথাও ঘোষণা করতে পারেন তিনি। ফলে ভারতের প্রধানমন্ত্রীর নেপাল সফরকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় চার বছর পর নেপাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অন্যদিকে, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত খবর, ভারতের প্রধানমন্ত্রীর লুম্বিনি সফরে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষরিত হবে। এতে শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর হবে। এডুকেশনাল অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লুম্বিনি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি করে এবং কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় এবং আইআইটি চেন্নাই আরও দুটি সমঝোতা স্মারক হবে। এছাড়াও লুম্বিনিতে আলোচনায় বসবেন দুই প্রধানমন্ত্রী মোদী এবিং দেউবা। আলোচনায় জলবিদ্যুৎ ও সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর