বাংলায় আসলেও বিজেপির কর্মসূচিতে না! এবার শুধু সরকারি কাজেই যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে বঙ্গের মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে সরকারি কর্মসূচির সেরেই ফিরে যাবেন নিজ রাজ্যে। পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে রাজ্য সফরে এলেও বঙ্গ বিজেপির (BJP) দলীয় সভা থেকে বিরত থাকতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, বঙ্গ সফরে এসে সরকারি কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী যাতে বিজেপির একটি দলীয় সভায় যোগদান করেন, সে বিষয়ে রাজ্য বিজেপির তরফে আর্জি জানিয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে। তবে চলতি সপ্তাহের বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব বাতিল করেছে প্রধানমন্ত্রীর দফতর।

তবে ঠিক কোন কোন সরকারি কর্মসূচীতে যোগদান দেবেন প্রধানমন্ত্রী? আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার, অর্থাৎ বছর শেষের ঠিক আগ মুহূর্তে বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গিয়েছে, প্রধানমন্ত্রী এবারের সফরে নমামী গঙ্গের মত কেন্দ্রীয় প্রকল্প থেকে শুরু করে বন্দেভারত সুপারফাস্ট ট্রেনের সূচনা কিংবা মেট্রোর উদ্বোধন, এইসব সরকারি প্রকল্পের কাজে যোগদান দেবেন। এছাড়াও এবারে তাঁর সফরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সাথে একান্ত সাক্ষাৎ এরও সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর রাজ্যে সফরের খবর পেয়েই মোদী যোগে দলীয় কর্মসূচীর তোড়জোড় শুরু করেছিল বিজেপি বাহিনী। সেইমত,প্রস্তাবও পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতরে। শোনা যাচ্ছিল, প্রাথমিকভাবে ওই সভার জন্য ৪৫ থেকে ৫০ মিনিটের মত সময় বরাদ্দ করার কথা ভেবেছিল প্রধানমন্ত্রীর দফতর। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি দফতর।

modi

এ বিষয়ে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, ”প্রধানমন্ত্রীর সভার বিষয়ে প্রাথমিক একটা ভাবনা চিন্তা হয়েছিল ঠিকই। তবে, চূড়ান্ত কিছু হয়নি ৷ প্রধানমন্ত্রীর এবারের সফরে যেহেতু সরকারি একাধিক কর্মসূচি রয়ছে, তাই এবার দলীয় কর্মসূচি করা যাবে না। তাছাড়া, উদ্ভূত কোভিড পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর পক্ষে সভা করা ঠিক হবে না৷ আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো ও সরকারি অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর