স্বপ্নের পথে আরও একধাপ, ‘গগনযান’-র জন্য এই ৪ মহাকাশচারীকে বেছে নিল ভারত, ঘোষণার পথে প্রধানমন্ত্রী

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক : ‘চন্দ্র’ জয় করার পর ভারতের (India) লক্ষ্য এখন মহাকাশ জয় করা। মিশন ‘গগনযান’ (Gaganyaan) নিয়ে উত্তেজনায় টগবগ করছে দেশবাসী। ইসরো-ও জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিনকয়েক আগেই গগনযানের ক্রায়োজেনিক ইঞ্জিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার খবর মিলেছিল। আর এবার স্বপ্নের ‘গগনযান’ মিশনের জন্য বেছে নেওয়া হল চারজন মহাকাশচারীকে।

সূত্রের খবর, এই মিশনের জন্য যে চারজন মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে তারা উইং কমান্ডার বা গ্রুপ ক্যাপ্টেন পদে আছেন। আজকেই তাদের নামও ঘোষণা করা হবে বলে খবর। কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে নাম ঘোষণা করা হবে বলে খবর। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তবে ঘনিষ্ঠ মহলের খবর এমনটাই।

দেশের খ্যাতনামা সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আজ কেরলের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ‘গগনযান’ মিশনের সমস্ত কাজকর্মও খতিয়ে দেখবেন তিনি। আর সেখানেই চারজন মহাকাশচারীর নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মহাকাশ খাতে প্রায় ১৮০০ কোটি টাকার প্রকল্পেরও ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন : বাংলায় অত্যাচারিত হিন্দুরা! এক রাতে হাওড়ার ৫ মন্দিরে ভাঙচুর, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু

1561392656 gaganyaan mission poster

প্রতিবেদনে নির্বাচিত চার মহাকাশচারী নামও জানানো হয়েছে। এই চারজন হলেন, প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং চৌহান। এখানে বলে রাখা ভালো, একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তবে গিয়ে নাম চূড়ান্ত করা হয়। প্রথম পর্যায়ের সিলেকশন টেস্ট হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। বেঙ্গালুরুর ভারতীয় বায়ুসেনার ইনস্টিটিউট অফ এরোস্পেস মেডিসিনে হয় এই পরীক্ষা।

আরও পড়ুন : দু’বার পর্যুদস্ত, এবার বারাণসীতে মোদিকে টক্কর দিতে মাঠে কে? প্রার্থী বাছতে কালঘাম ছুটছে জোটের

সেই সময় ১২ জনকে বেছে নেওয়া হয়। এরপর ফের এক দফায় পরীক্ষা নেওয়া হয়। এবং সেই পরীক্ষার ভিত্তিতেই এই চারজনকে বেছে নেওয়া হয়েছে বলে খবর। তাদেরকে ট্রেনিং-র জন্য রাশিয়াতেও পাঠানো হয়েছে বলে খবর। বলে রাখা ভালো, ভারতের বন্ধু দেশ রাশিয়া ইতিমধ্যেই মহাকাশে মানুষ পাঠিয়েছে। আর এবার সেই লক্ষ্যএ ভারতও।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X