করোনায় অনাথ হওয়া বাচ্চাদের জন্য ১০ লক্ষ টাকা এবং বিনামূল্যে শিক্ষা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ করোনা মহামারীতে অনাথ হওয়া বাচ্চাদের জন্য স্বস্তির খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বড় ঘোষণা করে করোনার কারণে মাতা-পিতাহারা সন্তানদের ‘PM CARES FOR CHILDREN” যোজনার অন্তর্গত সহায়তা করা হবে। অনাথ বাচ্চারা ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা। ১৮ বছর হয়ে গেলে উচ্চ শিক্ষার জন্য বিনা সুদে ঋণ। এবং ২৩ বছর বয়সে পিএম কেয়ার্স থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এই কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয় (PMO) থেকে বলা হয়েছে, কোনও শিশু অনাথ বলে তাঁকে কেন্দ্র সরকারের নবোদয় বিদ্যালয় অথবা সৈনিক স্কুলে ভর্তি করানো হবে। অভিভাবকের মৃত্যুর পর সেই বাচ্চারা যদি তাঁদের কোনও পরিজনের কাছে থাকে, তাহলে তাঁকে সেখানকার কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করানো হবে। আশেপাশে কোনও কেন্দ্রীয় বিদ্যালয় না থাকলে, সে বেসরকারি স্কুলে ভর্তি হতে পারবে শিক্ষার অধিকার আইন অনুযায়ী তাঁকে ফিজ দেবে সরকার।

X