বাংলা হান্ট ডেস্ক : উপনির্বাচনের আগে রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রোপোল সীমান্ত থেকেই আসন্ন ২০২৬ সালের নির্বাচন নিয়ে সুর চড়িয়ে ছিলেন তিনি। সেইসাথে বাংলার মানুষের উদ্দেশ্যে রাজনৈতিক পালা বদলের দাবি তুলে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন শাহ।
ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)
আর এবার গতকাল অর্থাৎ মঙ্গলবার দিল্লি থেকে দ্বিতীয় পর্যায়ের ‘আয়ুষ্মান ভারত যোজনার’ উদ্বোধনের সময় বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গের মানুষের সেবা করতে না পারার জন্য তিনি দুঃখিত। বাংলার মানুষের উদ্দেশ্যে এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেছেন, ‘যত প্রবীণ মানুষ আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সেবা করতে পারবো না’। কিন্তু হঠাৎ সকলের সামনে কেন এমন বললেন নমো?
আসলে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে এই প্রকল্প মান্যতা পায়নি। তাই ফের একবার দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারের নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তাঁর অভিযোগ সারা দেশের মানুষ এই সুবিধা পেলেও দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়িত হতে দেননি।
তাই এই কাজের জন্য এদিন প্রধানমন্ত্রী (Narendra Modi) নিজে দিল্লি এবং পশ্চিমবঙ্গের বয়স্ক মানুষদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। সেইসাথে এদিন দিল্লির আপ সরকার আর বাংলার তৃণমূল সরকারকে একযোগে বিঁধলেন মোদী। কড়া ভাষায় আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই নিজের রাজ্যের অসুস্থ মানুষদের সাথে জুলুম করার যে প্রবৃত্তি রয়েছে, তা মনুষ্যত্বের কোনও মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারে না।’
এরপরেই করজোড়ে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী বলে চললেন,’ এই কারণে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশবাসীর তো সেবা করতে পারছি আমি। কিন্তু দিল্লির বয়স্কদের সেবা করতে দিচ্ছে না রাজনৈতিক স্বার্থের দেওয়াল। সেই রাজনৈতিক স্বার্থের দেওয়াল আমায় পশ্চিমবঙ্গের বয়স্কদেরও সেবা করতে দিচ্ছে না।’
আরও পড়ুন : হু হু করে বাড়বে চিকেনের যোগান! চাহিদা মেটাতে রাজ্যে অত্যাধুনিক কারখানা
প্রসঙ্গত মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছেন দ্বিতীয় পর্যায়ের ‘আয়ুষ্মান ভারত যোজনার’ এই প্রকল্পে ৭০ বছরের বেশি বয়সীরাও চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। মঙ্গলবার সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধান করেছেন প্রধানমন্ত্রী। একইসাথে ওই দিনেই কল্যাণী এইমসের ৩টি ইউনিটের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি।
বিনামূল্যের এই চিকিসা পরিষেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। তাদের ‘আয়ুষ্মান বয়ঃ বন্দনা’ কার্ড দেওয়া হবে। স্কিমটির সুবিধা পেতে চান এমন বয়স্ক ব্যক্তির কাছে অবশ্যই একটি ‘আয়ুষ্মান বয়ঃ বন্দনা কার্ড’ থাকতে হবে।’
সিনিয়র নেতাদের তুমুল ঝগড়া! মাথা ব্যথাই নেই মমতা-অভিষেকের, নেপথ্যের কারণ জানেন?