‘স্কিমকে স্ক্যামে পরিণত করায় মাস্টারি করেছে তৃণমূল’! কৃষ্ণনগরে দাঁড়িয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার আরামবাগের পর আজ কৃষ্ণনগরে সভা করেন তিনি। আসন্ন লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) তৃণমূলের হাত থেকে এই আসন ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। আর সেই লক্ষ্য সামনে রেখেই দ্বিতীয় নির্বাচনী সভা নদিয়ার কৃষ্ণনগরে করলেন প্রধানমন্ত্রী।

শুক্রবার আরামবাগের সভায় রাজ্য রাজনীতির একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister)। সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানা করেছিলেন তিনি। কৃষ্ণনগরের সভাতেও (Krishnanagar Public Meeting) এর ব্যতিক্রম হল না। আজকের সভায় দুর্নীতি ইস্যু নিয়ে সুর চড়াতে দেখা যায় নরেন্দ্র মোদীকে।

রাজ্যের দুর্নীতি ইস্যু (Corruption) নিয়ে চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, ‘তৃণমূল কীভাবে পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে সেটা দেশবাসী জানুক। এই তৃণমূল সরকার সব স্কিমকে স্ক্যামে পরিণত করে তোলে’। এখানেই না থেমে মোদী বলেন, ‘স্কিমকে স্ক্যামে পরিণত করায় মাস্টারি করেছে তৃণমূল’।

রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। উঠে এসেছে রাজ্যের শাসকদলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর নাম। অন্যদিকে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তবে এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে হিসাব চাওয়া হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের এই অবস্থানের কারণে গ্রামীণ অর্থনীতি প্রভাবিত হচ্ছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

narendra modi mamata banerjee

আরও পড়ুনঃ ‘ব্যাঙ্ক অ্যাকাউন্টে…’, ED, CBI-কে ট্যাগ! এবার তৃণমূল সাংসদ সুদীপের বিরুদ্ধে তদন্তের দাবি কুণালের

গতকাল আরামবাগের সভায় তৃণমূলকে একহাত নেওয়ার পর আজ কৃষ্ণনগরের সভাতেও রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতি ইস্যু নিয়ে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা ভাবতে পারবেন না এখানে ২৫ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। যারা জন্মায়নি তাঁদের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। গ্রামের গরিব মজদুরদের যে টাকা পাওয়ার কথা ছিল, সেটা তৃণমূলের তোলাবাজরা লুঠে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে নিজেদের স্টিকার লাগানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল সরকার’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর