বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই ৬ দিনের মধ্যে বাংলায় ৩টি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আরামবাগ, কৃষ্ণনগরের পর আজ বারাসাতে জনসভা (Barasat Rally) করছেন তিনি। ইস্ট ওয়েস্ট মেট্রো সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদী। পাশাপাশি আজকের সভায় সন্দেশখালির (Sandeshkhali) মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করানোর উদ্যোগ নিয়েছেন বিজেপি।
গত দু’মাস ধরে সন্দেশখালি ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার হলেও সাধারণ মানুষের মন থেকে ভয় পুরোপুরি কাটেনি। এই আবহে রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী (PM Modi)। বারাসাতের সভায় সন্দেশখালির মহিলাদের সঙ্গে তাঁর দেখা করানোর উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। সকাল সকাল ঘাটে জড়ো হন তাঁরা। কীভাবে অত্যাচারের শিকার হয়েছেন, মোদীর সঙ্গে দেখা করে সেকথা বলবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
আজ বারাসাতের (Barasat) কাছারি ময়দানে মোদীর সভায় ত্রিশূল হাতে মহিলাদের উপস্থিত হতে দেখা যায়। দিন কয়েক আগে কৃষ্ণনগরের সভা থেকে সন্দেশখালির মহিলাদের ‘দুর্গা’ বলে উল্লেখ করেছিলেন তিনি। আজ নৌকা চড়ে ধামাখালি, এরপর বাসে করে প্রধানমন্ত্রীর বারাসাতের সভায় পৌঁছন সন্দেশখালির মহিলারা। যাওয়ার পথে নিউটাউনে পুলিশের বাধার সম্মুখীন হন তাঁরা। ইচ্ছা করে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়, সিগন্যালে আটকে ছিল বাস।
আরও পড়ুনঃ ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের! CBI-র হাতেই দিতে হবে শাহজাহানকে, নির্দেশ শীর্ষ আদালতের
লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আবহে নারী শক্তির জয়গান করে বারাসাতের কাছারি ময়দানে সভায় বাংলায় বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী। মঞ্চে উপস্থিত বঙ্গ বিজেপির একাধিক নেতা-নেত্রীরা। বারাসাতের সভা থেকে সন্দেশখালির মহিলাদের উদ্দেশে মোদী কী বিশেষ বার্তা দেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে।
আজ বারাসাত সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের রাজত্বে এখানকার মহিলারা অত্যাচারিত হয়েছেন। সন্দেশখালিতে যা ঘটেছে তা যে কেউ লজ্জিত হবেন। তবে এখানকার তৃণমূল সরকারের আপনার দুঃখে কিছু যায় আসে না। তৃণমূল সরকার বাংলার মহিলাদের অপরাধীকে বাঁচানোর জন্য সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রথমে হাই কোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ধাক্কা পেয়েছে’।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা পৌঁছন মোদী। রাত কাটিয়েছেন রাজভবনে। আজ সকাল ১০টা নাগাদ বেরোয় প্রধানমন্ত্রীর কনভয়। রানী রাসমন রোড ধরে এসপ্ল্যানেড পৌঁছন তিনি। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে দেখা মেলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের পর এখন বারাসাত থেকে সভা করছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আবহে তিনি এই জনসভা থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।