অমিত সরকার:
১৭ সেপ্টেম্বর ১৯৫০ খ্রী সেই দিন যেদিন তিনি পৃথিবীর আলো দেখেছিলেন প্রেসিডেন্সির (বর্তমান গুজরাট রাজ্যের) মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘাঞ্চী তেলী সম্প্রদায়ের এক নিম্নবর্গের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পিতামাতার চার সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তাঁর পিতার নাম দামোদারদাস মূলচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী। বড়নগর রেলস্টেশনে তিনি তাঁর পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করুতেন।পুরো পরিবার একটি ছোট ৪০ ফুট X ১২ ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করতেন।তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসেবে তাঁর বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন।
পদ্ম শিবিরে এই নিয়ে খুশির হাওয়া।
কি কি হতে পারে সারা সপ্তাহ জুড়ে তার একটা আভাস পাওয়া গেছে।
নরেন্দ্র মোদীর জীবন ও সাফল্য নিয়ে লেখা বিভিন্ন বই পাঠানো হবে রাজ্য দপ্তরগুলিতে। সেখান থেকে কর্মীদের মধ্য়ে সেই বইগুলি বিতরণ করে দেবে রাজ্য নেতারা। এছাড়া দেশ জুড়ে মোদীর দীবন নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হবে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ নিয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে প্রচার চালাবেন বিজেপির সব সাংসদ ও বিধায়করা।
এলাকায় বিজেপি নেতা-কর্মীরা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করবে। বিভিন্ন হাসপাতাল ও অনাখ আশ্রমে গিয়ে রোগীদের ও দরীদ্রদের সাহায্য করবে। বিশেষ ভাবে সক্ষম শিশুদের পড়াশোনাতেও দলের পক্ষ থেকে সাহায্য করা হবে।
একদিকে কাশ্মীর ইসুতে ফ্রন্টফুটে থাকা দল এখন এই সপ্তাহ কে কভার ড্রাইভ এর মত পালন করতে চাইছে।