খাজুরাহো থেকে বেঙ্গালুরু, বারাণসী থেকে ৪টি বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published on:

Published on:

PM Narendra Modi Flags Off Four New Vande Bharat Trains from Varanasi
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের রেল পরিষেবাকে আরও আধুনিক ও গতিময় করার লক্ষ্যে শনিবার বারাণসী থেকে একসঙ্গে ৪টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই চারটি নতুন রুট হল- বেনারস-খাজুরাহো, লখনউ-সাহারানপুর, ফিরোজপুর-দিল্লি এবং এরনাকুলাম-বেঙ্গালুরু। নতুন প্রজন্মের রেল ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রেল মন্ত্রক।

উদ্বোধনের পর কী বলেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)?

উদ্বোধনের পর বারাণসীতে এক জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) বলেন, “বন্দে ভারত ট্রেনগুলি দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারত ট্রেনের মাধ্যমে ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্তে পৌঁছেছে।” এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, “রেলই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মেরুদণ্ড হতে চলেছে।”

বেনারস-খাজুরাহো বন্দে ভারত

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বেনারস-খাজুরাহো বন্দে ভারত ট্রেন বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট ও খাজুরাহো-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনকে যুক্ত করবে। এই রুটে চালু হওয়া নতুন বন্দে ভারত ট্রেন শুধু ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনকে এগিয়ে দেবে না, যাত্রীদের জন্যও দেবে আরামদায়ক ও অত্যাধুনিক ভ্রমণের অভিজ্ঞতা। বেনারস থেকে খাজুরাহো যেতে অন্যান্য ট্রেনের তুলনায় প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট কম সময় লাগবে।

লখনউ-সাহারানপুর বন্দে ভারত

এই ট্রেন লখনউ থেকে সাহারানপুর পৌঁছতে সময় নেবে প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিট। ফলে যাত্রীদের সময় বাঁচবে প্রায় ১ ঘণ্টা। এই ট্রেনটি লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বরেলি, মোরাদাবাদ, বিজনৌর ও সাহারানপুর, এই সাতটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। উত্তরপ্রদেশের একাধিক শহরের মধ্যে দ্রুত যোগাযোগ গড়ে তুলে আঞ্চলিক উন্নয়নের পথ প্রশস্ত করবে এই পরিষেবা।

ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত

ফিরোজপুর থেকে দিল্লি পৌঁছতে এই বন্দে ভারত লাগবে মাত্র ৬ ঘন্টা ৪০ মিনিট। পাঞ্জাবের ফিরোজপুর, ভাতিন্ডা ও পাতিয়ালা-সহ বেশ কয়েকটি শহরের সঙ্গে দিল্লির যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে এই ট্রেনের মাধ্যমে। কেন্দ্রের দাবি, এর ফলে বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বহুগুণ।

PM Narendra Modi Flags Off Four New Vande Bharat Trains from Varanasi

আরও পড়ুনঃ আদালতে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের পক্ষে বিজেপি! হাইকোর্ট থেকে বড় বার্তা দিলেন তরুনজ্যোতি তিওয়ারি

এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত

দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি। এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত মাত্র ৮ ঘণ্টা ৪০ মিনিটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় বাঁচবে এই রুটে। কেরালা, তামিলনাড়ু ও কর্নাটকের মধ্যে বাণিজ্যিক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলির সংযোগ মজবুত করবে এই ট্রেন, পাশাপাশি পর্যটন শিল্পেরও উন্নতি ঘটাবে বলে আশা রেল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।