বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের অযোধ্যার (Ayodhya) প্রশংসা এবার সুদূর আরবে। এইদিন পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলি তারকা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন। সেখানেই মন্দির উদ্বোধনের পর অযোধ্যার গুণগান গাইলেন নমো।
মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আবু ধাবির আনন্দের ঢেউ অযোধ্যায় অপরিসীম আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি প্রথমে অযোধ্যার রাম মন্দিরের সাক্ষী হয়েছি এবং তারপর আবু ধাবির এই মন্দিরেরও সাক্ষী হলাম।’ উল্লেখ্য, এই মন্দিরটি তৈরি হয়েছে বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে।
অযোধ্যা নিয়ে তর্ক বিতর্ক আজকের নয়। দীর্ঘ কয়েক দশক ধরে এই মন্দির নিয়ে চলছে জল্পনা। বিরোধীদের মতে, অযোধ্যাকে সামনে রেখেই ২০২৪ এর ভোট বৈতরণী পার হতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। যে কারণে বিরোধীরা রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণও প্রত্যাখান করে। তবে প্রথমে আবু ধাবি এবং তারপর সংযুক্ত আরব আমিরশাহির বুকে হিন্দু মন্দির উদ্বোধন করে নমো বুঝিয়ে দিলেন তিনি ফাঁকা আওয়াজ দেননা।
আরও পড়ুন : প্রভাব পড়বে ভোটে! নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, চমকে দেওয়ার মত ঘোষণা সুপ্রিম কোর্টের
কূটনীতিকদের মতে, মধ্য প্রাচ্যের মুসলিম দেশে পর পর দুটি হিন্দু মন্দির উদ্বোধন করে আন্তর্জাতিক কুটনীতির মোড় ঘুরিয়ে দিলেন মোদী। বিশ্বদরবারে নিজের অবস্থান যেমন স্পষ্ট করলেন তেমনই মন্দির তাসেই মুসলিম বিশ্বকে বন্ধুত্বেরও বার্তা দিলেন।
আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-গীতার মধ্যে, প্রথম পাঁচে ‘অনুরাগের ছোঁয়া’! বড় রদবদল TRP তে
এইদিন মন্দির উদ্বোধনের পর নরেন্দ্র মোদী বলেন,, “গত মাসেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বহু পুরনো স্বপ্ন পূরণ হয়েছে। রামলালা উপবিষ্ট হয়েছেন ভবনে। সমগ্র ভারত তথা প্রত্যেক ভারতীয় এখনও ভালবাসার সেই অনুভূতিতেই নিমজ্জিত।” এরপরেই নমোর সংযোজন, “এটা কেবল ভারতের ‘অমৃত কাল’ নয়, দেশের বিশ্বাস ও সংস্কৃতিরও ‘অমৃত কাল’।”