বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ আরও একবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে চীনকে বড়সড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা নিলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আত্মনির্ভর ভারতের জন্য আমদের সবাইকে খেলনা বানানো দরকার।” উনি দেশের যুব সমাজকে বলেন, খেলনার বাজারে স্টার্টআপ শুরু করা উচিৎ। জানিয়ে দিই, ভারতে খেলনার বাজার বিশাল বড় বলেই পরিচিত। আর এর সিংহ ভাগই চীনের দখলে আছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খেলনা শিল্পে ভারতের অংশিদারিত্ব বাড়ানোর সময় হয়ে এসেছে। উনি বলেন, যদি দেশকে আত্মনির্ভর বানাতে হয় তাহলে পুরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া দরকার। উনি বলেন, ভারতকে আত্মনির্ভর বানাতে চাইলে লোকাল খেলনাকে ভোকাল বানানোর দরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে, ভারতে আরও কম্পিউটার গেম বানানো উচিৎ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মনির্ভর অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জে দেশের যুব সমাজের মধ্যে অংশ নেওয়ার হিড়িক পড়েছে। আমার বিশ্বাস যে, বাজারে স্টার্টআপ শুরু করার জন্যও যুব সমাজ এগিয়ে আসবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এটা নিয়ে চিন্তা করছি যে, ভারতের বাচ্চারা নতুন নতুন খেলনা কি করে পাবে। ভারত খেলনার বাজারের বড় কেন্দ্র। আর এই কারণে দেশে খেলনার নতুন নতুন শিল্প আর কারখানা শুরু করা উচিৎ।” প্রধানমন্ত্রী বলেন, খেলনা আমাদের স্বপ্নকেও বাস্তবে পরিণত করার সাহস দেয়।”
আপনাদের জানিয়ে দিই, আত্মনির্ভর ভারত আর বয়কট চীন অভিযানের মাধ্যমে এবছরের রাখি উৎসবে বড়সড় আঘাত পেয়েছিল চীন। এবছর গোটা দেশ চীনের রাখি বর্জন করে স্বদেশী রাখি বিক্রি এবং কেনার উপর জোর দেয় ভারতীয়রা। এরফলে শুরু রাখি উৎসবেই ৪ হাজার কোটি টাকার বড়সড় ধাক্কা খায় চীন। আর এবার ভারতে খেলনার শিল্প গড়ে উঠলে এই ধাক্কা আরও দোষ গুণ বৃদ্ধি পাবে।