মুখ্যমন্ত্রীদের সাথে কাল আবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী, লকডাউন ৩.০ নিয়ে হবে চর্চা

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm narendra modi) সোমবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আরও একবার বৈঠকে বসতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকে করোনা ভাইরাসের কারণে উৎপন্ন হওয়া দেশের সমস্যা এবং পরিস্থিতি নিয়ে চর্চা হবে। এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দিশা নির্দেশ নিয়ে তথ্য দেওয়া হবে।

modi mann ki baat

সুত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে মুখ্যমন্ত্রীদের সাথে তিনটি ইস্যু নিয়ে চর্চা করবেন। প্রধানমন্ত্রী রাজ্য আর কেন্দ্র শাসিত প্রদেশে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্যান্টনমেন্ট জোন হওয়ার থেকে রোখার জন্য নেওয়া পদক্ষেপ নিয়ে চর্চা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন।

উনি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে ২০ এপ্রিল জারি করা গাইডলাইন পালন নিয়ে চর্চা করবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে ৩রা মে এর পর নেওয়া পদক্ষেপ নিয়েও চর্চা হবে। লকডাউনের বর্তমান পরিস্থিতি নিয়েও এই বৈঠকে গুরুত্বপূর্ণ চর্চা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন। শেষ বৈঠকে বেশীরভাগ মুখ্যমন্ত্রীই দেশে লকডাউন বাড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে এই নিয়ে চতুর্থবার বৈঠক করতে চলেছেন। এই বৈঠকে লকডাউন বাড়ানো হবে, না খতম করা হবে সেটা নিয়ে চর্চা হবে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুমান করা হচ্ছে যে, এই লকডাউন আরও বাড়বে। সোমবারের এই বৈঠকে লকডাউন ৩.০ নিয়ে চর্চা হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর