প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন কাশ্মীরের পুলওয়ামায় নিহত জওয়ানের পরিবার

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন কাশ্মীরের পুলওয়ামায় নিহত জওয়ানের পরিবার। সেই মত পশ্চিম বাংলার নদিয়া জেলার তেহট্টের হাঁসপুকুরিয়ার সিআরপিএফ শহিদ জওয়ানের পরিবার ও দিল্লী যাচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে জম্মু থেকে কাশ্মীরে যাওয়ার পথে পুলওয়ামা়য় আত্মঘাতী জঙ্গি হামলায় মোট ৪০ জন জওয়ান শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন তেহট্টের হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস। শহিদ সুদীপ বিশ্বাসের মা মমতাদেবী জানান, গত মঙ্গলবার আমরা বাড়িতে কেউ ছিলাম না। বাড়ি ফিরে প্রতিবেশীদের কাছে থেকে শুনেছিলাম দিল্লী যাবার জন্য বাড়িতে কয়েকজন এসেছিলেন।

 

ফের আজ বুধবার সকালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফোন করে বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানান। সেই মত প্রতুতি নিতে শুরু করেছি, ছেলের ছবিও নেব। আমার সঙ্গে মেয়ে ঝুম্পা ও জামাই সমাপ্ত বিশ্বাস দিল্লী যাব। বৃহস্পতিবার খুব সকালে বাড়ি থেকে দমদম বিমান বন্দরে থেকে বিমানে দিল্লী যাবার কথা। এমন আমন্ত্রণ পেয়ে আমরা খুবী অভিভূত।

68954 img 20190529 wa0020

গ্রামের সুব্রত বিশ্বাস, তাপস ঘোষেরা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে সুদীপের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে শুনে বিশ্বাস হচ্ছিলনা। পরে বিষয়টি পরিষ্কার হতেই গ্রামে খুশির হাওয়া। এর আগে এলাকার কেউ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন এমন কথা শুনিনি। বিষয়টি বেশ ভালই লাগছে।

সম্পর্কিত খবর