বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নামে আরও একটি রেকর্ড দায়ের হয়ে গেলো। নরেন্দ্র মোদী বিজেপির সবথেকে দীর্ঘকালীন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে এই রেকর্ড গড়লেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) -এর রেকর্ড ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবথেকে দীর্ঘ সময় পর্যন্ত দেশের সর্বোচ্চ আসনে কায়েম থাকার প্রথম অ-কংগ্রেসি নেতা হলেন। অ-কংগ্রেসি নেতা হিসেবে নরেন্দ্র মোদীর সবথেকে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড বানিয়ে নিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে অটল বিহারী বাজপেয়ী সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী ছিলেন। উনি লাগাতার ২ হাজার ২৫৬ দিন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯ মার্চ ১৯৯৮ এ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ২২ মার্চ ২০০৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর প্রথম কার্যকাল ১৯ মার্চ ১৯৯৮ থেকে ১৩ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত চলে। আর ওনার দ্বিতীয় কার্যকাল ১৩ অক্টোবর ১৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত চলে।
বর্তমানে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত ২ হাজার ২৬০ দিন ধরে লাগাতার প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন। নরেন্দ্র মোদীর লাগাতার সবথেকে দীর্ঘ সময় পর্যন্ত পদে থাকা অ-কংগ্রেসি নেতা রুপে উঠে এলেন। নরেন্দ্র মোদীর কার্যকাল ২৬ মে ২০১৪ থেকে শুরু হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালে বিজেপি ব্যাপক জনমত নিয়ে কেন্দ্রে সরকার গঠন করে। ২৬ মে ২০১৪ এয় নরেন্দ্র মোদীর প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওনার প্রথম কার্যকাল ২০১৯ এ শেষ হয়। কিন্তু এরপরে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। উনি আরও একবার প্রধানমন্ত্রী হন দেশের।
দেশ স্বাধীনের পর ১৯৪৭ থেকে ২০২০ পর্যন্ত ১৫ জন প্রধানমন্ত্রী হয়েছেন ভারতের। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহরু ছিলেন। আর উনি প্রথম দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। উনি ৬ হাজার ১৩০ দিন ভারতের ক্ষমতায় ছিলেন। এরপর ইন্দিরা গান্ধী ৫ হাজার ৮২৯ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং ৩ হাজার ৬৫৬ দিন ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।