‘প্রভু আমায় বলেছেন…’, জীবনে এই প্রথম ‘আবেগপ্রবণ’ মোদী, ১১ দিন আগেই রাম মন্দির নিয়ে বড় ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration) প্রাণ প্রতিষ্ঠা উত্‍সব। যা নিয়ে দেশবাসীর উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আলোয় সেজে উঠেছে রামভূমি, প্রস্তুতিতে গোটা দেশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর তার আগে শুক্রবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ কর্মসূচী পালনের (11 day Rituals) ঘোষণা করলেন নমো।

অযোধ্যায় রামলালার ‘প্রাণ প্রতিষ্ঠ’-র ১১ দিন আগেও এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেল থেকে লেখেন, ‘আমার সৌভাগ্য যে এই আমি এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরেছি। ঈশ্বর আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় সকল ভারতবাসীর হয়ে প্রতিনিধিত্ব করতে বলেছেন, সেই সুযোগ দিয়েছেন। তাই আজ থেকে ১১ দিনের বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবার আশীর্বাদ চাই। ”

প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘এটা এমন একটা সময়, এই মুহূর্তে আমি এতটাই আবেগ আপ্লুত যে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার জন্য পর্যাপ্ত শব্দ নেই। তবু আমি আমার তরফে কিছু চেষ্টা করছি।’ এদিন নিজের ইউটিউব চ্যানেলে ‘অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা’ নামক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের জন্য ‘ব্রতপালন’ করবেন তিনি। আজ থেকেই ১১ দিনের জন্য ‘বিশেষ নিয়ম’ পালন করবেন মোদী।

নিজের অনুভূতি চেপে রাখতে পারেন নি প্রধানমন্ত্রী। বলেন, “আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। মনে হচ্ছে জীবনে প্রথম বারের এই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি।” এই ১১ দিন তিনি ধর্মগ্রন্থে উল্লিখিত বিধি অনুসারে এবং সাধুসন্তদের উপদেশ মেনে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে চলবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ram mandir bhoomi pujan
Ayodhya: Prime Minister Narendra Modi addresses at the foundation stone laying ceremony of ‘Shri Ram Janmabhoomi Mandir’, in Ayodhya, Wednesday, Aug. 5, 2020. (PIB/PTI Photo)(PTI05-08-2020_000201B)

আরও পড়ুন: ‘ব্যাগ গোছান, সঙ্গে শীতের জিনিসও রাখবেন’, ED হানার পর সুজিত-তাপসদের ‘পরামর্শ’ শুভেন্দুর

প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছারাও ভারত ও বিদেশ থেকেও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। এতদিন অযোধ্যায় রামের বিগ্রহকে আধ কিলোমিটার দূরে একটি অস্থায়ী মন্দিরে পূজিতা হত। তবে এবার ঐতিহাসিক সেই মুহূর্তের খুব বেশি দেরী নেই যখন রাম মন্দিরে পুজো হবে রামলালার।

বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, রামলালার বিগ্রহ রাম মন্দিরের নিয়ে আসার গুরুদায়িত্ব পালনের জন্য মোদীকে প্রস্তাব দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। গোটা
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে শুরু থেকেই থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত। রাম মন্দিরের অনুষ্ঠানে দেশের একাধিক বিশিষ্ট মানুষদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর