বাংলা হান্ট ডেস্কঃ ঘন কুয়াশার জেরে বড়সড় বাধার মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) তাহেরপুরের সভা। কলকাতা থেকে রওনা দিয়েও মাঝপথে ফিরতে হল প্রধানমন্ত্রীর কপ্টারকে। নিরাপত্তার কারণে সড়কপথে যাওয়ার পরিকল্পনাও বাতিল করা হয়। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে সভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, তাহেরপুরের সভাস্থলে তৈরি হয় চরম বিশৃঙ্খলা।
কুয়াশার কারণে ফিরে গেল প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কপ্টার
শনিবার সকালে কলকাতা থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কপ্টার। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় নিরাপত্তার স্বার্থে মাঝপথ থেকেই কপ্টার ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত কপ্টারটি কলকাতা বিমানবন্দরেই ফিরে আসে।
সড়কপথে যাওয়ার পরিকল্পনাও বাতিল
কপ্টার নামানো সম্ভব না হওয়ায় সড়কপথে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) তাহেরপুরে পৌঁছে দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। তবে SPG নিরাপত্তার কথা মাথায় রেখে সেই পরিকল্পনাও বাতিল করে দেয়। ফলে প্রধানমন্ত্রীর সভাস্থলে সরাসরি পৌঁছনো সম্ভব হয়নি।
কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভার সিদ্ধান্ত
কপ্টার ফিরে আসার পর কলকাতা বিমানবন্দরেই অপেক্ষা করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। পরিস্থিতি পর্যালোচনা করে সেখান থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরের সভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অডিও বার্তায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির
তাহেরপুরের সভাস্থলে সরাসরি পৌঁছতে না পারলেও অডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই বার্তায় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এ রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের ইচ্ছা বা টাকার কোনও অভাব নেই। কিন্তু কাটমানি ও কমিশনের গেরোয় পড়ে একের পর এক প্রকল্প আটকে যাচ্ছে।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) বলেন, তৃণমূল যদি তাঁর বিরোধিতা করে, তা তারা ১০০ বার করুক। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন আটকে রাখা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ না করার জন্যও তৃণমূলকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ TET দিতেই হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল নতুন ইঙ্গিত, কবে শুনানি সুপ্রিম কোর্টে?
অডিও বার্তায় এদিন প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সরাসরি রাজ্যের মানুষকে উদ্দেশ করে বলেন, “একবার আপনারা বিজেপিকে সুযোগ দিন।” পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের ‘গো ব্যাক’ বলার সময় এসেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার কারণেই তৃণমূল SIR-এর বিরোধিতা করছে।












