ভোটের মুখে নদিয়ায় মোদীর মহাসভা, তাহেরপুর বেছে নেওয়ার নেপথ্যে কোন কারণ?

Published on:

Published on:

PM Narendra Modi to Address Major Rally in Taherpur
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে তৎপরতা আরও বাড়ছে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় সভা করছেন, অন্যদিকে এবার রাজ্যে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার নদিয়ার তাহেরপুরে বড় সভা করবেন তিনি। সেই সভা ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে চলছে জোর প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।

তাহেরপুরে প্রধানমন্ত্রী মোদীর (PM Narendra Modi) সভা

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নদিয়ার তাহেরপুরে সভা করবেন। বিজেপির সভাকে ঘিরে পুরো তাহেরপুর গেরুয়া পতাকায় সাজিয়ে তোলা হয়েছে। সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা দেখা গেছে। পুলিশ কুকুর নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আগামিকাল সকাল সাড়ে ১০টা নাগাদ নয়াদিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে তাহেরপুরে যাবেন তিনি। তাহেরপুর থানার মাঠে তৈরি করা হয়েছে তিনটি হেলিপ্যাড। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ সেখানে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

হেলিপ্যাড থেকে নেতাজি পার্কের সভাস্থল পর্যন্ত দূরত্ব প্রায় ১ কিলোমিটার। ওই রাস্তা দিয়ে গাড়িতে করে সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। বিজেপির আশা, এই রাস্তায় মানুষের ঢল নামবে। রাস্তার দু’ধার জুড়ে শুধু গেরুয়া পতাকা চোখে পড়ছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলের আশপাশের বাড়ির ছাদে মোতায়েন থাকছেন নিরাপত্তারক্ষীরা। বাঁশের ব্যারিকেট দিয়ে ঘেরা থাকছে রাস্তা। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, সিভিক ভলান্টিয়ার, মহিলা পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় রয়েছে কয়েকশো সিসিটিভি ক্যামেরা। মাঠে ঢোকার আটটি গলিতে ব্যারিকেড করা হয়েছে।

তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি সরকারি মঞ্চ এবং অন্যটি রাজনৈতিক মঞ্চ। সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এরপর রাজনৈতিক মঞ্চ থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। মাঠে প্রায় দেড় লক্ষ মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বহু মানুষ মাঠের বাইরে দাঁড়িয়ে জায়ান্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন। সব মিলিয়ে প্রায় ঘণ্টা দেড়েক তাহেরপুরে থাকার কথা মোদীর।

সভা শেষে অসম যাত্রা

সভা শেষ হলে গাড়িতে করে আবার হেলিপ্যাডে যাবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সেখান থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি রওনা দেবেন অসমের গুয়াহাটির উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ বছর বছর বেড়েছে আয়ের পরিমাণ! কত টাকার মালিক অরূপ বিশ্বাস? জানলে চমকে যাবেন

কী বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী?

তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) কী বার্তা দেবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এসআইআর আবহে মতুয়াদের একটি বড় অংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। তাহেরপুর এলাকায় নমঃশূদ্র মতুয়া মানুষের সংখ্যা বেশি। নদিয়ার বড় অংশই সীমান্তবর্তী এলাকা, যেখানে ওপার বাংলা থেকে আসা বহু মানুষের বসবাস। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই কারণেই তাহেরপুরকে সভাস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে। সিএএ-তে আবেদন এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলেই জল্পনা চলছে।